শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Kedarnath | ‘মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে ’, কেদারনাথে অ-হিন্দু প্রবেশ নিষিদ্ধ করার দাবি বিজেপি নেত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার শৈবতীর্থ কেদারনাথে (Kedarnath) অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি (Bjp) নেত্রী। আশা নৌটিয়াল নামে ওই বিজেপি নেত্রী আবার কেদারনাথের বিধায়ককও বটে।  তিনি সম্প্রতি দাবি করেছেন, ‘কিছু অ-হিন্দু ব্যক্তি ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছেন। যদি কিছু লোক এমন কিছু করে যা কেদারনাথ ধামের ভাবমূর্তি নষ্ট করতে পারে, তাহলে তাদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত। তারা অবশ্যই অ-হিন্দু, যারা বাইরে থেকে এসে ধামকে অপমান করার জন্য এই ধরনের কার্যকলাপে জড়িত। ’ সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেন, ‘বিজেপি নেতারা চাঞ্চল্যকর মন্তব্য করাকে অভ্যেসে পরিণত করে ফেলেছেন।’

শুধু দাবি জানিয়েই থেকে থাকেননি ওই বিজেপি নেত্রী। তিনি নিজেই জানিয়েছেন, সম্প্রতি এই বিষয়ে তিনি রাজ্যের মন্ত্রী সৌরভ বহুগুনা,স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠকে আলোচনায় উঠে আসে, যে কিছু অ-হিন্দু ব্যক্তি কেদারনাথ মন্দিরের সুনাম নষ্ট করার চেষ্টা করছে, এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা উচিত বলেও বৈঠকে প্রস্তাব দেওয়া হয়।

যদিও হরিশ রাওয়াতের বক্তব্য, ‘উত্তরাখণ্ড (Uttarakhand) একটি ‘দেবভূমি’ এবং আপনি কতদিন ধর্মের সাথে সব কিছু সংযুক্ত করবেন? তারা এটা করছে কারণ তাদের কাছে মানুষকে বলার মতো কিছু নেই।’ সামনে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে থেকে চারধাম যাত্রা শুরু হতে চলেছে। তখন গঙ্গোত্রী  ও যমুনোত্রী ধামের দরজা খোলা হবে। ২ এপ্রিল থেকে খুলতে চলেছে কেদারনাথ, বদ্রীনাথ ধাম খুলবে ৪ এপ্রিল। তার আগে বিজেপি নেত্রীর এই মন্তব্য নিঃসন্দেহে নতুন বিতর্ক তৈরি করল।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Pakistan | তিন দশক ধরে সন্ত্রাসবাদের মদত দিয়েছে ইসলামাবাদ, স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ বছর ধরে জঙ্গিদের...

Pahalgam Terror Attack | ট্রেকিং অ্যাপ হয়ে ওঠে জঙ্গিদের ডিজিটাল অস্ত্র 

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের নয়নাভিরাম পর্যটনকেন্দ্র পহলগামের (Pahalgam Terror...

Pahalgam Attack | পহেলগাঁও আবহে ওমর আব্দুল্লাহর বাস ভবনে রাহুল, দেখা করলেন আহতদের সঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে পহেলগাঁও (Pahalgam Attack)...

Kashmiri Students | ক্ষোভের আঁচ দেরাদুন, প্রয়াগরাজে, কাশ্মীরি পড়ুয়াদের কলেজ ছাড়ার ফতোয়া

নয়াদিল্লি: পহলগামে নারকীয় হামলা (Pahalgam Terror Attack) এবং তার...