নয়াদিল্লি: পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato) জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (C. V. Ananda Bose) চিঠি লিখেছেন তিনি। একইসঙ্গে এক্স মাধ্যমে সেই চিঠি দিয়ে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে।
চিঠিতে জ্যোতির্ময় লিখেছেন, ‘এসএসসি মামলায় মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে।’ উল্লেখ্য,নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এখনও তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদের দাবি, তৃণমূল কংগ্রেস চিরতরে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বন্ধ করে দিতে চায়। তাই তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।
শুধু নিরাপত্তা নিয়েই নয়, স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণভাবে বাতিল করার দাবিও তুলেছেন তিনি। আর পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বিজেপির এই সরব অবস্থান রাজ্য-রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।
এদিন সংসদ চত্বরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের কাছে জ্যোতির্ময় সিং মাহাতো বলেন,‘আমি রাজ্যপালকে চিঠি লিখে আমার উদ্বেগের কথা জানিয়েছি। কারণ, বিভিন্ন মাধ্যমে আমি জেনেছি রাজ্য সরকার তাঁকে কিষেনজির মতো বলি দেবেন। আমি পার্থ চট্টোপাধ্যায়কে রাজসাক্ষী হওয়ার জন্য আহ্বানও জানিয়েছিলাম।’ বিজেপি সাংসদ আরও বলেন, ‘এমন গুরুতর পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। যদি তাঁর কোনও ক্ষতি হয়, তাহলে বিচারপ্রক্রিয়া ব্যাহত হবে এবং রাজ্যের মানুষ নিয়োগ দুর্নীতি মামলার সত্য জানতে পারবেন না।’