গয়েরকাটা: দলের মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি ও কর্মীরা। বুধবার বিকেলে মাদারিহাট বিধানসভার অন্তর্গত গয়েরকাটায় বিজেপির দলীয় অফিসের দরজায় তালা মেরে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন যুব মোর্চার কর্মীরা। সেই সঙ্গে দলের মাদারিহাট ৪ মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চলে শ্লোগানও। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রকাশ্যে এসেছে বিজেপির চরম আভ্যন্তরীণ কোন্দল। এদিকে এই ঘটনাকে কটাক্ষ শুরু করেছে শাসকদল তৃণমূল।
বিজেপির মাদারিহাট ৪ মণ্ডলের যুব মোর্চার কর্মীদের অভিযোগ, মাদারিহাট ৪ মণ্ডলের সভাপতি কৌশিক নন্দী ও সাধারণ সম্পাদক রাহুল ওঁরাও এর স্বজনপোষণ ও তৃণমূলের সঙ্গে সক্ষ্যতার জন্য তাদের দলের ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে দলের ফলাফলে। দলে মণ্ডল সভাপতি ও সধারণ সম্পাদকের এক নায়কতন্ত্র চলছে অভিযোগ বিক্ষোভরত যুব মোর্চার কর্মীদের। ঘটনার প্রতিবাদ করতে যুব মোর্চা কমিটির ১৫ জন সদস্য তাদের পদ থেকে ইস্তফা দিয়েছে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি ও সধারণ সম্পাদক তাদের পদ থেকে ইস্তফা না দিলে দলীয় অফিসের তালা তারা খুলতে দেবেন না বলে জানিয়েছেন তারা।
যদিও মাদারিহাট ৪ মণ্ডলের সভাপতি কৌশিক নন্দী বলেন, ‘কেন সে এমন ঘটনা ঘটাল সে ব্যাপারে ওর কাছ থেকে জাবাবদিহি চাওয়া হবে।’ বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোজ টিজ্ঞা বলেন, এবিষয়ে আমার জানা নেই। ঘটনার তদন্ত করে দেখা হবে। ’