বালুরঘাট: আরজি কর ঘটনা ও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক আদিবাসী মহিলাকে ধর্ষণ করার অভিযোগের প্রতিবাদে(Protest) বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি(BJP)। বুধবার বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লক অফিসের সামনে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল বালুরঘাট(Balurghat) বিডিও অফিস চত্বরে। এদিনের অবস্থান বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়। বিজেপির দাবি, শুধু আরজি কর নয় দক্ষিণ দিনাজপুর জেলায় একের পর এক আদিবাসী মহিলা ও নাবালিকার ধর্ষণের ঘটনা সামনে আসছে। কিন্তু পুলিশ প্রশাসন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে না। এর প্রতিবাদও জানান বিজেপি নেতৃত্ব।
BJP | আদিবাসী মহিলাদের ওপর নির্যাতন! বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির
শেষ আপডেট: