চালসা: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। বুধবার বিজেপির মেটেলি আপার ও সমতল মণ্ডল কমিটির তরফে চালসায় বিডিও অফিসের সামনে ওই অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন চালসা থেকে বিজেপির নেতাকর্মীরা মিছিল করে আসে বিডিও অফিসে। এদিকে আগের থেকে বিডিও অফিসের গেটে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। বিজেপির মিছিল বিডিও অফিসের গেটে আসলে তাদের পুলিশের তরফে আটকে দেওয়া হয়। এরপর বিজেপির নেতাকর্মীরা বিডিও অফিসের গেটের বাইরে স্লোগান দিতে থাকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী, সমতল মণ্ডল সভাপতি মজনুল হক, দীপঙ্কর ধর সহ অন্যান্য নেতৃত্বরা।