হরিশ্চন্দ্রপুর: এবার বিতর্কে মন্ত্রী তজমুল হোসেন। বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গ্রামছাড়া করার নিদান দিলেন মন্ত্রী ও হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) বিধায়ক তৃণমূলের তজমুল। মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটায় তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী। তাঁর কয়েক ঘণ্টা আগে সোমবার রাতে দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘এলাকার একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের বাড়ি থেকে তাড়া করে গ্রামছাড়া করা হবে। বেআইনিভাবে নাম বাদ দেওয়া যাবে না। অন্যথায় তৃণমূলের নেতা-কর্মীরা দিল্লি অচল করে দেবে।’ যা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। নির্বাচন কমিশনের কর্মসূচিকে ভেস্তে দেওয়ার জন্য মন্ত্রী উসকানিমূলক মন্তব্য করছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি।
ভোটের আগে প্রতিপক্ষ তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) মধ্যে লড়াই শুরু এসআইআর নিয়ে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে যেমন স্বাগত জানিয়েছে বিজেপি, তেমনই বিরোধিতায় রাস্তায় নেমেছে তৃণমূল। বিএলও-দের সঙ্গে থেকে ভোটার তালিকা সংশোধনে নজর রাখার জন্য ইতিমধ্যে তৃণমূলের তরফে দলীয় বিএলএ-দের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোট রক্ষা শিবির তৈরি করছে রাজ্যের শাসকদল। হরিশ্চন্দ্রপুর বিধানসভার দৌলতপুর অঞ্চলে এমনই একটি শিবিরের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে গ্রামছাড়া করার হুঁশিয়ারি দেন তজমুল। যদিও পরে তিনি বলেন, ‘আমরা চাই কোনওরকমভাবেই যেন এলাকার কোনও বৈধ ভোটারের নাম বাদ না পড়ে। আমাদের সন্দেহ এলাকার বিজেপি নেতৃত্ব কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে হয়তো ভোটার তালিকায় কারচুপি করবে। শাসকদলের ভোটারদের নাম বেছে বেছে বাদ দিতেও পারে। তাই আমি বলেছি, যদি এলাকায় কোনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে গ্রামের লোকজনই বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে গ্রাম থেকে তাড়াবে। আমি কোনও উসকানি দেইনি। পাশাপাশি অন্যায়ভাবে কারও নাম বাদ গেলেও আমরা দলীয় নেতা-কর্মী নিয়ে দিল্লি অচল করে দেব।’
বিজেপির জেলা মুখপাত্র অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘বৈধ ভোটার হলে নাম বাদ যাবে কেন? এটা তো মন্ত্রীর বোঝা উচিত ছিল। শিক্ষিত জনপ্রতিনিধি হলে এধরনের কথা বলতেন না। নির্বাচন কমিশন প্রতি ১৫-২০ বছর অন্তর এ ধরনের ভোটার তালিকা সংশোধন করে। যাতে মৃত, ভুয়ো এবং স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে শাসকদলের কিছু নেতা হাওয়া গরম করার চেষ্টা করছেন, মানুষকে উসকানি দিচ্ছেন। বৈধ ভোটার থাকলে কখনোই কারও নাম বাদ যাবে না।

