উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সোমবার মুখ্যমন্ত্রী বেছে নেবে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে যাঁকেই বেছে নেওয়া হোক না কেন, তাঁকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে ২৩০টি আসনে জয় পেয়েছে মহায্যুতি। ভোটে বিজেপি ১৩২, শিবসেনা (শিন্ডে) ৫৭, এনসিপি (অজিত) ৪১টি আসন পেয়েছে। কয়েকদিন আগে জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। প্রাথমিকভাবে ঠিক হয়, দেবেন্দ্র ফড়নবীশকে মুখ্যমন্ত্রী এবং একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করা হবে।
তবে এসবের মাঝে আচমকাই শুক্রবার সাতারা জেলায় তাঁর নিজের গ্রাম দারেতে চলে গিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে। তিনি কার্যত মৌনব্রত নেন। আর তাঁর এই চুপ থাকাই জল্পনা তৈরি করে রাজ্য রাজনীতিতে। যদিও শনিবার শিন্ডের পারিবারিক চিকিৎসক জানান, একনাথের জ্বর এবং গলায় সংক্রমণ হয়েছে। রবিবার তাঁর নিজের অবস্থান অনেকটাই স্পষ্ট করে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।
সোমবার বিজেপির তরফে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। এবিষয়ে শিন্ডে এদিন বলেছেন, ‘নির্বাচনের জন্য মারাত্মক ধকল গিয়েছে। এর জেরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে এখন অনেকটাই সুস্থ।’ একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, সোমবার যাঁর নামই মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হোক না কেন, বিজেপির সিদ্ধান্তের প্রতি তাঁর পূর্ণ সমর্থন থাকবে। শিন্ডের সংযোজন, ‘সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছে। শিবসেনা, বিজেপি এবং এনসিপি নেতারা একমত হয়ে এবিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
এর আগে শিবসেনা নেতা (শিন্ডে) সঞ্জয় শিরসাত বলেছিলেন, ‘যখনই একনাথ শিন্ডে কোনও কিছু নিয়ে চিন্তার জন্য সময়ের প্রয়োজন মনে করেন, তখনই তিনি নিজের গ্রামে চলে যান। তিনি বড় সিদ্ধান্ত নিতে পারেন। সোমবার সন্ধ্যার মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’ তারপরই জল্পনা আরও বাড়ে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুম্বইয়ের আজাদ ময়দানে ৫ ডিসেম্বর বিকেল ৫টায় নয়া সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও এটা নিশ্চিত যে দেবেন্দ্র ফড়নবীশ পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন।