Monday, July 1, 2024
Homeজাতীয়পদ নয়, দলের কাজে মন্ত্রীদের ব্যবহার করতে চাইছে বিজেপি

পদ নয়, দলের কাজে মন্ত্রীদের ব্যবহার করতে চাইছে বিজেপি

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: সোমবার দিল্লির প্রগতি ময়দানে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা পাঁচ ঘন্টার বৈঠকের শেষে, রাজধানীতে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের জল্পনা তীব্রতর হয়েছে৷ এই প্রসঙ্গেই সামনে এসেছে বেশকিছু কেন্দ্রীয় মন্ত্রীর নাম যাঁদের মন্ত্রীত্বর দায়িত্ব থেকে সরিয়ে লোকসভা ভোটের আগে বিভিন্ন রাজ্যের সংগঠনকে শক্তিশালী করার কাজে লাগানোর কথা ভাবতে শুরু করেছে বিজেপির শীর্ষ স্তর৷ দলীয় সূত্রে দাবি, এর মধ্যে আছেন পীযুষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদবের মতো হেভিওয়েট মন্ত্রীরাও৷ মঙ্গলবার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষেণ রেড্ডিকে তাঁর মন্ত্রীত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তেলঙ্গানার বিজেপি সভাপতি পদে বসানো হয়েছে৷ চলতি বছরের শেষে তেলঙ্গানার বিধানসভা ভোট৷ তার আগে বিজেপি শীর্ষস্তরের প্রতিনিধি হিসেবে রেড্ডিকে প্রদেশ সভাপতি পদে নিয়োগ করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলে দাবি করা হয়েছে দলীয় সূত্রে৷

তাত্‍পর্যপূর্ণ হল, কিছুদিন আগেই বিজেপির কেন্দ্রীয় স্তরে আলোচিত একটি সম্ভাবনার কথা সামনে এসেছিল যেখানে রাজ্যসভার সদস্য বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে লোকসভা নির্বাচনে প্রার্থী করার কথাও ভাবছে দল, তা জানা যায়৷ এই সম্ভাব্য তালিকায় বিদেশমন্ত্রী সুব্রমনিয়ম জয়শংকর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও শোনা গিয়েছে৷ রাজ্যসভার সদস্য, স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের ইমেজকে হাতিয়ার করে তাঁদের লোকসভার গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করলে বিরোধীদের তুলনায় ধারে ও ভারে অনেকটাই এগিয়ে যাবে বিজেপি, এই ভাবনা থেকেই করা হচ্ছিল উপরিউক্ত পরিকল্পনা, এমনই দাবি বিজেপি সূত্রের৷ এবার কেন্দ্রীয় মন্ত্রীদের সামনে দলের শীর্ষ নেতৃত্বের ভাবনারই প্রতিফলন দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, এমনটাই মনে করছেন বিজেপির প্রথম সারির কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশ৷

সোমবার রাতেই এই মর্মে স্পষ্ট ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলে পদের কোনও প্রয়োজন নেই৷ পদ ছাড়াও মানুষের পাশে দাঁড়ানো যায়, তাঁদের সার্বিক উন্নতির জন্য কাজ করা যায়৷’ এহেন মন্তব্যের পরে বিজেপির প্রথম সারির নেতাদের অনেকেরই মনে হয়েছে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল আসন্ন সহজ বার্তায় বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ মঙ্গলবার জি কিষেণ রেড্ডির নতুন পদে বহাল তারই উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fuel price | অন্য রাজ্যে নয়, বাংলায় আচমকাই বাড়ল পেট্রল-ডিজেলের দাম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোট শেষ হতেই দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের। ইতিমধ্যেই আমজনতার মোবাইলের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বাড়ল...

Nagrakata | রাতভর তাণ্ডব, ৫ টি বাড়ি ভেঙে দিল হাতি

0
নাগরাকাটা: রাতভর তাণ্ডব চালিয়ে নাগরাকাটায় ৫টি বাড়ি ভেঙ্গে দিল বুনো হাতি। এর মধ্যে রয়েছে নাগরাকাটা বস্তিতে ৩ টি  ও সুখানী বস্তিতে ২ টি বাড়ি।...

Asansole | ডাকাতিতে বিহার যোগ! ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হল ‘গ্যাংস্টার’ সুবোধ সিংকে

0
আসানসোলঃ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ বড়সড়ো ডাকাতির ঘটনা ঘটেছিল আসানসোলের রানিগঞ্জ থানার রামবাগান ডক্টরস কলোনিতে। সেই রাতে একদল ডাকাত হানা...

Durgapur | প্রধান ও উপ-প্রধানের নামে “চোর, চোর, চোর” লেখা পোষ্টার, শোরগোল অন্ডালে  

0
দুর্গাপুরঃ রবিবার সবে সকাল হয়েছে। সূর্যের আলো ফুটতেই নজরে এল বেশ কিছু পোস্টার। যা সাঁটানো রয়েছে দেওয়ালে দেওয়ালে। আর সেই পোস্টারের উপরে লেখা ‘চোর...

Hemtabad | দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ টোটোচালকের বিরুদ্ধে, উত্তেজনা হেমতাবাদে

0
হেমতাবাদঃ দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়ালো হেমতাবাদের ঠাকুরবাড়ি মোর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।...

Most Popular