Tuesday, July 2, 2024
HomeTop NewsCalcutta High Court | জেল হেপাজতে বিজেপি কর্মীর মৃত্যু! স্ত্রীর উপস্থিতিতে ময়নাতদন্তের...

Calcutta High Court | জেল হেপাজতে বিজেপি কর্মীর মৃত্যু! স্ত্রীর উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেল হেপাজতে ডেবরার (Debra) বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) বলেন, স্ত্রীর উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে। পাশাপাশি থানা ও জেলের সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করতে হবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে আগামী বুধবারের মধ্যে পেশ করতে হবে যাবতীয় রিপোর্ট।

গত ৪ জুন, লোকসভা নির্বাচনের (2024 Loksabha Election) ফল ঘোষণার দিন ডেবরার ভরতপুর অঞ্চলের পুরুষোত্তম নগর গ্রামে তৃণমূল (TMC) এবং বিজেপির (BJP) মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার পর দু’পক্ষের বেশ কয়েক জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সঞ্জয়। তাঁর পরিবার দাবি করেছেন, গ্রেপ্তারের সময় তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন ছিল না। এরপর সঞ্জয়কে পাঠানো হয় জেলে। জেলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই মাথা ফাটে সঞ্জয়ের। মাথা ফাটার পর তাঁকে পাঠানো হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে প্রেসিডেন্সি জেলে আনার পর তাঁকে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। মঙ্গলবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর স্ত্রী মামলা করেন কলকাতা হাইকোর্টে। এদিন মামলার শুনানির পর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, এই ঘটনার যাবতীয় রিপোর্ট পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে জমা দিতে হবে। থানা এবং জেলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। এছাড়াও মৃতের স্ত্রী এবং তাঁর কোনও প্রতিনিধির উপস্থিতিতে এসএসকেএমে দেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত (Post Mortem) হবে অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে। আর গোটা ঘটনার ভিডিয়োগ্রাফিও করা হবে। এরপর দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

অনুমতি ছাড়া ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ চোপড়ার নির্যাতিতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনুমতি ছাড়া নির্যাতনের ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ হলেন চোপড়ার নির্যাতিতা। এদিন তিনি চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে...

Siliguri | প্রধান থেকে আধিকারিক কেউই নেই! পঞ্চায়েত অফিসে অচলাবস্থা

0
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: তীব্র অচলাবস্থা চালু হয়েছে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে পরিষেবা নিতে আসা মানুষ অসুবিধের কথা কাকে জানাবেন সেটাই বুঝতে পারছেন...

Jalpaiguri | সরকারি জমি জবরদখল রুখতে বসল সাইনবোর্ড

0
নাগরাকাটা: পড়ে থাকা সরকারি জমিতে (Govt Land) সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) নাগরাকাটায়। সোমবার এলাকার দুটি জায়গায় সাইনবোর্ড লাগিয়ে...

Pigeon Racing | আজও পায়রা দৌড়ের আয়োজন করেন রায়গঞ্জের রাজকুমার, কীভাবে হয় এই দৌড়?

0
রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা দৌড়ের কথা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলায় পায়রা দৌড়ের চল আছে। রায়গঞ্জ শহরে আগে মাঝেমধ্যে...

Leopard Fear | এলাকায় ঘুরছে চিতাবাঘ! পায়ের ছাপ দেখে আতঙ্কে কাঁটা গ্রাম

0
নীলাংশু চক্রবর্তী, উছলপুকুরি: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক (Leopard Fear) ছড়াল বাসিন্দাদের মধ্যে। ঘটনাকে ঘিরে রীতিমতো ঘুম উড়েছে কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জ (Mekhliganj)...

Most Popular