Tmc Bjp | ফেসবুকে পরিচয়, পরকীয়ার জেরে তৃণমূল কর্মীর স্ত্রী-কে নিয়ে পালালেন বিজেপি কর্মী!

শেষ আপডেট:

সৌরভ মিশ্র, হরিশ্চন্দ্রপুর: রাজ্যে তৃণমূলের সঙ্গে বিজেপির যতই আদায় কাঁচকলায় সম্পর্ক হোক না কেন, প্রেমের আবেদনের কাছে তা তুচ্ছ। তাই তৃণমূল কর্মীর স্ত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে সঙ্গে নিয়ে পালানোর অভিযোগ উঠল এক বিবাহিত বিজেপি কর্মীর বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর সদরের কৈলাসনগরের ঘটনা। সেখানেই বাড়ি তৃণমূলের সক্রিয় কর্মী পেশায় টোটোচালক জিতেন রায়ের। জিতেন রায়ের স্ত্রী শিউলি। বাড়ির ১০০ মিটার দূরেই রয়েছে বিজেপির পার্টি অফিস। সেখানেই মাঝে মধ্যে দলীয় কাজে আসতেন বিজেপি কর্মী জীবন দাস। ফেসবুকে জীবনের সঙ্গে প্রাথমিক পরিচয় ছিল শিউলির। এরপর বাড়ির কাছে পার্টি অফিসে জীবনকে দেখেই রাজনীতির ঊর্দ্ধে উঠে মন দেওয়া নেওয়া শুরু।

স্বামী জিতেনের সঙ্গেও প্রেমের বিয়ে শিউলির। বাড়িতে দুই সন্তানও রয়েছে। ছেলে বড়, বয়স ১১ আর মেয়ের বয়স ৫। মোটামুটি চলে যাচ্ছিল সংসার। কিন্তু প্রেম যে বড় বালাই। দিন কয়েক আগে হঠাৎ গায়েব হয়ে যায় শিউলি। উদভ্রান্ত হয়ে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন স্বামী জিতেন। কিন্তু পরে জানতে পারেন অন্য কথা। শিউলির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল রীতিমতো সংসারী জীবনের। স্বামী পরস্ত্রীর সঙ্গে চলে যাওয়ায় সন্তান নিয়ে বিপাকে পড়েছেন জীবনের স্ত্রীও। তারই মতো এই সম্পর্কের কথা টের পাননি শিউলির স্বামী জিতেনও। তিনি বলেন, ‘ভাবতে পারছি না কেন এমন করল, দুই সন্তান মাকে ছাড়া থাকতে চাইছে না।’ মেয়ের আচরণে যারপরনাই বিব্রত শিউলির মা সোহাগী মণ্ডলও। তিনি বলেন, ‘মেয়ে অন্য কোনও ছেলের হাত ধরে সংসার ছেড়ে চলে যাবে এটা কী করে সম্ভব।’ অন্যদিকে জীবন দাসের মাও জানান, ছেলের নিজের সংসার আছে। ওর একটা মেয়েও আছে, ও কিভাবে এই ঘটনা ঘটালো কিছুই বুঝতে পারছিনা। হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে এ ব্যাপারে একটি নিখোঁজ ডায়েরি হয়েছে ঘটনা তদন্ত চলছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Bolder export | সোমবার থেকে ফুলবাড়ি দিয়ে বাংলাদেশে যাবে না ভুটানের ট্রাক, হুঁশিয়ারি ভারতীয় ব্যবসায়ীদের    

ফুলবাড়িঃ সোমবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে...

Heroin smuggling | শিলিগুড়ি হয়ে হেরোইন কারবার নেপাল-ভুটানে, নজরে পাব-বার

শিলিগুড়িঃ শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট করে হেরোইন যাচ্ছে ভুটান, নেপালেও!...

Sacked teachers | টানা অনশনে অসুস্থ চাকরিহারা শিক্ষকরা, নিয়ে যাওয়া হল হাসপাতালে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরিহারাদের (Sacked teachers) অনশনমঞ্চে অসুস্থ...