Top News

Pro Tem Speaker | লোকসভার প্রোটেম স্পিকার পদে বিজেপির নেতা, ক্ষুব্ধ কংগ্রেস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ২৪ জুন থেকে লোকসভার বিশেষ অধিবেশনে বসতে চলেছে। যা চলবে ৩ জুলাই পর্যন্ত। তার আগেই প্রোটেম স্পিকার (Pro Tem Speaker) নির্বাচন করা হল ওডিশার (Odisha) বিজেডির প্রাক্তন নেতা ভর্তৃহরি মহতাবকে (Bhartruhari Mahtab)। এবারে বিজেপির টিকিটে জিতে এসেছেন তিনি। প্রথমদিন লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণপর্ব মিটে গেলেই লোকসভার স্পিকার পদের নির্বাচন হবে। তারপর রাষ্ট্রপতির ভাষণ এবং তার ওপর আলোচনা হবে। ২৭ জুন থেকে শুরু হবে রাজ্যসভার অধিবেশন। শেষ হবে একইসঙ্গে। শপথগ্রহণ পর্বে লোকসভা (Lok Sabha) পরিচালনা করবেন প্রোটেম স্পিকারই। কার্যতই এই দায়িত্ব অস্থায়ী স্পিকারের।

বিজেপি সাংসদ ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভর্তৃহরি মহতাবকে সংবিধানের ৯৫(১) ধারা মেনে প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচিত করে রাষ্ট্রপতি খুশি। তিনি স্পিকার নির্বাচন না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রোটেম স্পিকারকে নবগঠিত লোকসভার সদস্যদের শপথগ্রহণের সময় সাহায্য করবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুরেশ কোডিকুন্নিল, থালিকোট্টাই বালু, রাধামোহন সিং ও ফগ্গন সিং কুলাস্তে। নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন। কিন্তু এই সিদ্ধান্তে খুশি নয় কংগ্রেস। তাদের প্রত্যাশা ছিল, তাদের দলের সাংসদ কে সুরেশকে এই দায়িত্ব দেওয়া হবে। এটা সংসদীয় মন্ত্রীর প্রথম ‘ভুল’ বলে মত কংগ্রেস নেতা মানিকরাম ঠাকুরের।

এবিষয়ে কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এটা সংসদীয় নিয়মকে লঙ্ঘন করার আরও একটি প্রয়াস। ভর্তৃহরি সাতবারের সাংসদ। তাঁকে প্রোটেম স্পিকার নিযুক্ত করা হল। কে সুরেশকে বেছে নেওয়া হল না, যিনি এবার নিয়ে অষ্টমবার সাংসদ পদে নির্বাচিত হয়েছেন।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Jayanti | নিশ্চিহ্ন হওয়ার পথে শতাব্দীপ্রাচীন জয়ন্তী ব্রিজের পিলার

ভাস্কর শর্মা, জয়ন্তী: আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই। আমি এখনও…

5 mins ago

রাজগঞ্জে কারবার এক সংগঠিত শিল্প

  দীপ সাহা দিগন্ত বিস্তৃত মাঠ। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। তার মাঝে মাঝে এখন…

36 mins ago

খুঁটি পুঁতলেই লাখ টাকা

শুভঙ্কর চক্রবর্তী ‘ফাঁকা জমি দেখতে যদি পাও দেরি না করে খুঁটি পুঁতে দাও। দৌড়ে যাও…

1 hour ago

মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, মাশরুম চাষের প্রশিক্ষণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

নাগরাকাটা: চা বাগানের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেখানকার সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড…

1 hour ago

ফ্লাইং অফিসার হয়ে স্বপ্নপূরণ বানারহাটের বিকাশের, খুশির হাওয়া এলাকায়

নাগরাকাটা: জীবনে লড়াই করার তাগিদ ও সদিচ্ছা থাকলে একদিন সাফল্য আসবেই। কথাটা আরও একবার প্রমাণ…

2 hours ago

T-20 World Cup | দীর্ঘ প্রতীক্ষার অবসান! টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে ১৭ বছরের অপেক্ষার অবসান। ২০০৭ সালের পর ফের ২০২৪ সালে…

2 hours ago

This website uses cookies.