দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে ভিড় জমানো পর্যটকদের মুখে মুখে ঘুরছে এই দুটি নাম। তবে এরা মানুষ নন, রয়্যাল বেঙ্গল টাইগার,গায়ের রঙ সাদা আর তাতে কালো ডোরাকাটা দাগ। মাত্র মাস পাচেক আগেই হায়দরাবাদ থেকে দার্জিলিংয়ে আগমন হয়েছে এই দুজনার। আর এর মধ্যেই পর্যটকদের যেন নয়নের মণি হয়ে উঠেছে আকাশ এবং নাগমণি। জানা গিয়েছে, এদের একজনের বয়স ৪ বছর এবং অন্যজনের ৭ বছর। আর এই দুই ‘স্টার’ অতিথির আপ্যায়নে কোনও কসুর রাখতে নারাজ চিড়িয়াখানা কর্তৃপক্ষও।
নভেম্বর মাসে হায়দরাবাদের একটি চিড়িয়াখানা থেকে সড়কপথে এই দুই সাদা বাঘের আগমন ঘটে দার্জিলিংয়ে। আপাতত এই দুই রয়্যাল বেঙ্গল টাইগারকে রাখা হয়েছে দুটি ভিন্ন এনক্লোজারে। আর এই দুই জনকে দেখতে রবিবার তাঁদের এনক্লোজারের সামনে ভিড় জমালেন পর্যটকেরা। জনপ্রিয়তায় দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ রেড পান্ডাকেও রীতিমত টক্কর দিচ্ছে এই দুই সাদা বাঘ।
এই প্রসঙ্গে চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইচি বলেন, ‘পর্যটকদের দেখার জন্য ছাড়ার পর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে এই দুই সাদা রয়্যাল বেঙ্গল টাইগার। আপাতত দুজনকে দুটি ভিন্ন এনক্লোজারে রাখা হয়েছে। পর্যটকেরা কেউ যাতে তাঁদের বিরক্ত না করে সেদিকেও নজর রাখা হয়েছে।’ এদিন প্রায় ৪ হাজারের মত পর্যটক এখানে ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।