মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Harishchandrapur | বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূলের ব্লক সভাপতি! কেন?

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: বিজেপি নেতা-কর্মীরা গ্রামে ঢুকলে বা ভোটের প্রচার এলে তাঁদের গাছে বেঁধে রাখার পরামর্শ দিলেন হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি জিয়াউর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে এক কর্মসূচিতে যোগ দেন ব্লক সভাপতি জিয়াউর রহমান সহ অন্যান্যরা। তাঁর হাত ধরে সিপিএম এবং বিজেপি (BJP) থেকে বহু মানুষ যোগ দেন তৃণমূল কংগ্রেসে (TMC)। যোগদান পর্ব শেষ হতেই বক্তব্য শুরু করেন জিয়াউর বাবু। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উন্নয়নের জোয়ারে এলাকার বিরোধীরাও এখন শাসকদলে যোগদান করছে। এলাকায় বিজেপি ধর্মীয় তাস খেলছে। বিভেদের রাজনীতি করছে। এলাকার মানুষ এটা বুঝে ফেলেছে। আগামী নির্বাচনের সময় এলাকায় যখন বিজেপি নেতা-কর্মীরা এই ধরনের কাজ করবে তাঁদের গাছের সঙ্গে বেঁধে রাখুন। তখন তাঁরা বুঝবেন এটাই জনগন চান।’

সিপিএমের উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দাস বলেন, ‘যারা যোগদান করেছে তাঁরা সিপিএমের বা কংগ্রেসের কেউ না।। এরা বহুরূপী। আসলে এরা তৃণমূলই করত। নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ওরা অন্য দলের কথা বলে কীভাবে?’

অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, ‘রাজ্যের যা পরিস্থিতি আগামী নির্বাচনে কে কাকে গাছের বেঁধে রাখবে সেটা সময় বলবে। নির্বাচনের আগেই দেখবেন তৃণমূল নেতারা নিজেরাই নিজেদেরকেই গাছের সঙ্গে বেঁধে রাখছে।’

উল্লেখ্য, জিয়াউর রহমানের মুখে বহুবার বিভিন্ন ইস্যুতে কুকথা শোনা গিয়েছে। এর আগেও একটি ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে হরিশ্চন্দ্রপুরের আইসির সামনে বিরোধীদের ‘খেলা হবে’ বলে হুংকার দেওয়ার পাশাপাশি  পা ভেঙে দেওয়ারও নিদান দিয়েছিলেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Dredging | ভুটান সীমান্তবর্তী আরও নদীতে ড্রেজিংয়ের প্রস্তাব    

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: তিস্তা নদীর ড্রেজিংয়ের (Dredging) দায়িত্ব রাজ্য...

Second Farakka Bridge | পুজোর আগে ফরাক্কার দ্বিতীয় সেতু

সেনাউল হক, কালিয়াচক: করোনা পরিস্থিতি, চিনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন-...

Shoaib Bashir | লর্ডস টেস্টে সিরাজকে আউট করেছিলেন, এবার দল থেকেই ছিটকে গেলেন সেই শোয়েব বশির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লর্ডস টেস্টে সিরাজের উইকেটটি নিয়ে...

Bengal Safari | সাফারি পার্কে নতুন তিন ‘তনয়’ সিংহী তনয়ার

রাহুল মজুমদার, শিলিগুড়ি : শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে খুশির...