মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

RG Kar Hospital | রক্তমাখা গ্লাভস আরজি করে! শোরগোল স্বাস্থ্য মহলে

Date:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না আরজি কর মেডিকেল (RG Kar Medical) কলেজের। তরুণী চিকিৎসকের মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে বিগত দু’মাস ধরে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে সপ্তমীর দিন ফের বিতর্কের কেন্দ্রে আরজি কর মেডিকেল কলেজ। এদিন সকালে আরজি করের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস দেওয়া হয়। এমনই এক অভিযোগ করল জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors)। চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চেয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ইতিমধ্যেই সেন্ট্রাল মেডিকেল স্টোরকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

এরআগেও এ ধরণের ঘটনা আগেও ঘটেছে আরজি করে। এ প্রসঙ্গে আরজি করের ইন্টার্ন দেবারুণ সরকার বলেন, ‘হাসপাতালে এক জন এইচআইভি (HIV) রোগী এসেছিলেন। তাই তাঁর রক্ত নেওয়ার জন্য আমি গ্লাভস চেয়েছিলাম। প্যাকেট থেকে বার করা প্রথম গ্লাভসটাই ছিল নোংরা। ভেবেছিলাম, কেউ রাতে কাজ করে ভুলবশত নতুন গ্লাভসের সঙ্গে সেটি রেখে দিয়েছেন। সেই গ্লাভস ফেলে অন্য গ্লাভস নিলাম। তাতেও দেখলাম রক্তমাখা। ওই প্যাকেটের প্রায় সব গ্লাভসেই একই সমস্যা রয়েছে। নার্সকে জিজ্ঞাসা করায় তিনি জানালেন, বৃহস্পতিবার সকালেই সেই প্যাকেট খোলা হয়েছে। অর্থাৎ, রক্তমাখা গ্লাভসই হাসপাতালে এসেছে।’

এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমও। তিনি বলেন, ‘সেন্ট্রাল মেডিকেল স্টোরকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে। এই গ্লাভসগুলি আলাদা করে সরিয়ে রাখতেও বলা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | মাধ্যমিক পরীক্ষার মাঝেই সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর! বেজায় খুশি অভিভাবকেরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025)...

RG Kar Corruption Case | শীঘ্রই আরজি কর দুর্নীতি মামলায় বড় চার্জ গঠন! কী বলল হাইকোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায়...

Suvendu Adhikari | মঙ্গলেই ‘অমঙ্গল’ শুভেন্দুর! বিরোধী দলনেতার বিরুদ্ধে জারি হল স্বাধিকার ভঙ্গের নোটিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন...

Malda | বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, শ্বাসকষ্ট রোগী-চিকিৎসকদের! আগুন আতঙ্ক হরিশ্চন্দ্রপুর হাসপাতালে

হরিশ্চন্দ্রপুর: আগুন লাগাকে কেন্দ্র আতঙ্ক ছড়াল মালদা (Malda) জেলার...