Sunday, February 16, 2025
HomeBreaking NewsKhaleda Zia | ‘ধ্বংস নয়, শান্তির সমাজ গড়তে হবে’, দলীয় সমাবেশ থেকে...

Khaleda Zia | ‘ধ্বংস নয়, শান্তির সমাজ গড়তে হবে’, দলীয় সমাবেশ থেকে বার্তা খালেদা জিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি (BNP) নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। ২০১৮ সাল থেকে দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন তিনি। বুধবার ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশেই দীর্ঘদিন পর ভিডিও বার্তায় (Video message) বক্তব্য রাখেন খালেদা। বাংলাদেশে (Bangladesh) ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিন খালেদা জিয়া বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন। সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’ পাশাপাশি এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাঁদের প্রতি তিনি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র–তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। সব ধর্ম–গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন, আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’ উল্লেখ্য, হাসিনা (Sheikh Hasina) সরকারের আমলে ২০১৮ সালে এক ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হন খালেদা জিয়া। ১৭ বছরের জেল হয়েছিল তাঁর। কিন্তু হাসিনা সরকারের পতন হতেই খালেদার কারামুক্তির সিদ্ধান্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন।

দীর্ঘদিন পর তাঁর বক্তব্য শোনার অপেক্ষায় ছিল দলের কর্মী-সমর্থকরা। সকাল থেকেই এই সমাবেশকে সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন। সমাবেশের প্রধান অতিথি হিসাবে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা-পুত্র তারেক রহমান। তিনিও লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন সমাবেশে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular