উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবীপক্ষে ফের অঘটন। বোমা ফেটে (Bomb Blast) জখম হল নাবালক। ঘটনাস্থল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার গোয়ালপোখর থানার গোদাহাট এলাকা। গোটা ঘটনায় শুরু হয়েছে পুলিশি তদন্ত।
স্থানীয় সুত্রে জানা যায়, গোদাহাট এলাকায় ফিরদোস নামে এক ব্যক্তির দোকান ঘরে প্যান্ডেল তৈরির বাঁশ মজুত করে রাখা ছিল। পঞ্চমীর দিন দুপুরে বছর দশকের এক নাবালক সেই দোকান ঘরের সামনে পায়রা ধরতে যায়। ঠিক সে সময় তার পায়ের চাপে ফেটে যায় বোমা। বোমার আঘাতে গুরুতর জখম (Injured) হয় নাবালকটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় কিশানগঞ্জের (Kishanganj Hospital) এক হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন নাবালকটি।
অন্যদিকে, ঘটনার পর সেখানে আসেন পুলিশ, আসে বোম স্কোয়াড। গতকাল থেকেই ঘিরে দেওয়া হয় জায়গাটি। বুধবার সকালে ফের শুরু হয় তল্লাশি। তল্লাশিতে উদ্ধার হয় একটি তাজা বোমা। সঙ্গে সঙ্গে বোমাটিকে নিষ্কৃয় করা হয়। তবে দোকান ঘরে কীভাবে বোমা এল? তা নিয়ে ধন্দে গোটা এলাকা। এলাকাবাসীরা সঠিক তদন্তের দাবি করেছেন। যদিও পুলিশ (Police) ইতিমধ্যেই শুরু করেছেন তদন্ত। তবে আচমকা এমন ঘটনায় ষষ্ঠীর সকালে কার্যত থমথমে গোদাহাট এলাকা।