সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Uttar Dinajpur | পায়রা ধরতে গিয়ে বিপত্তি, বোমা ফেটে গুরুতর জখম হল নাবালক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবীপক্ষে ফের অঘটন। বোমা ফেটে (Bomb Blast) জখম হল নাবালক। ঘটনাস্থল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার গোয়ালপোখর থানার গোদাহাট এলাকা। গোটা ঘটনায় শুরু হয়েছে পুলিশি তদন্ত।

স্থানীয় সুত্রে জানা যায়, গোদাহাট এলাকায় ফিরদোস নামে এক ব্যক্তির দোকান ঘরে প্যান্ডেল তৈরির বাঁশ মজুত করে রাখা ছিল। পঞ্চমীর দিন দুপুরে বছর দশকের এক নাবালক সেই দোকান ঘরের সামনে পায়রা ধরতে যায়। ঠিক সে সময় তার পায়ের চাপে ফেটে যায় বোমা। বোমার আঘাতে গুরুতর জখম (Injured) হয় নাবালকটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় কিশানগঞ্জের (Kishanganj Hospital) এক হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন নাবালকটি।

অন্যদিকে, ঘটনার পর সেখানে আসেন পুলিশ, আসে বোম স্কোয়াড। গতকাল থেকেই ঘিরে দেওয়া হয় জায়গাটি। বুধবার সকালে ফের শুরু হয় তল্লাশি। তল্লাশিতে উদ্ধার হয় একটি তাজা বোমা। সঙ্গে সঙ্গে বোমাটিকে  নিষ্কৃয় করা হয়। তবে দোকান ঘরে কীভাবে বোমা এল? তা নিয়ে ধন্দে গোটা এলাকা। এলাকাবাসীরা সঠিক তদন্তের দাবি করেছেন। যদিও পুলিশ (Police) ইতিমধ্যেই শুরু করেছেন তদন্ত। তবে আচমকা এমন ঘটনায় ষষ্ঠীর সকালে কার্যত থমথমে গোদাহাট এলাকা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Balurghat | ফের জয়েন্ট বিডিও-র পরিচয় দিয়ে চাকরির টোপ, প্রতারণার শিকার বোল্লার যুবক   

বালুরঘাট: ফের বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও-র নামে প্রতারণার অভিযোগ।...

Tapan | সাধুকে আটকে রেখে শ্মশানের পাম্পমেশিন নিয়ে পালাল দুষ্কৃতীরা! বিক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীর

তপন: শ্মশানের কাজের দেখভালের দায়িত্বে থাকা এক সাধুকে আটকে...

Elephant attack | সীমান্ত পেরিয়ে ভুট্টাখেত তছনছ করল নেপালের হাতি, বড়সড়ো ক্ষতি চাষিদের  

কিশনগঞ্জ: জমিতে ফলেছে ভুট্টা। আর এই ভুট্টার লোভেই নেপালের...