জটেশ্বর: চা বাগানে মিলল হস্তীশাবকের দেহ। রবিবার আলিপুরদুয়ারের (Alipurduar) দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশনে ডিমডিমা নদীর পাড়ে হস্তীশাবকের দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ঘটনাস্থলে পৌঁছোন বনকর্মীরা। শাবকটির দেহে কোনও গভীর ক্ষতচিহ্ন মেলেনি। তবে কীভাবে শাবকটির মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, দলগাঁও (Dalgaon) জঙ্গলে বেশ কিছুদিন ধরে একটি বড় হাতির পাল আশ্রয় নিয়েছে। সপ্তাহ খানেক আগে সেখানে একটি হাতি শাবকটির জন্ম দেয়। শনিবার রাতে দলগাঁও চা বাগানের (Dalgaon Tea Estate) দলমনি ডিভিশনের বিভিন্ন লাইনে হাতির পাল ঘোরাফেরা করার শব্দ পান চা মহল্লার বাসিন্দারা। রবিবার সকালেই দলমনি ডিভিশনে ডিমডিমা নদীর পাড়ে হস্তীশাবকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দলগাঁও রেঞ্জের বনকর্মীরা পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। ময়নাতদন্তের পর হস্তীশাবকটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন দলগাঁওয়ের রেঞ্জার ধনঞ্জয় রায়।