উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪০ বছর বয়সি নীতিন এডউইন মাইকেল পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। বাড়িতে রয়েছে স্ত্রী এবং ৬ বছরের পুত্র। অন্যান্য দিনের মত এদিনও অফিসে এসেছিলেন নীতিন। অফিসের কাজের ফাঁকে শৌচালয়ে যান, আর সেখানেই কিছুক্ষণ বাদে তাঁকে পাওয়া যায় মৃত অবস্থায়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।
একটি শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থার নাগপুর শাখায় চাকরি করতেন নীতিন। মিহান এলাকায় অফিস ছিল তাঁর। সোনেগাঁও থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সন্ধে ৭ টা নাগাদ তিনি অফিসের শৌচালয়ে যান। কিন্তু বেশ কিছুটা সময় কেটে গেলেও শৌচালয় থেকে তাঁর বের না হওয়ায় সন্দেহ জাগে সহকর্মীদের মনে। শৌচালয়ের দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলেন তাঁরা। দেখেন শৌচালয়ের মেঝেতে পড়ে রয়েছে নীতিনের নিথর দেহ। এরপর তড়িঘড়ি তাঁরা নীতিনকে এইমস(AIMS)নাগপুরে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পরে স্থানীয় থানায় খবর দেন নীতিনের সহকর্মীরা। পুলিশ এসে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে ওই তথ্যপ্রযুক্তি কর্মীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।