বর্ধমান: ধান সেদ্ধ করার স্টিম ঘর থেকে উদ্ধার হল ১৭ বছর বয়সি এক কিশোরের বস্তাবন্দি দেহ। ওই কিশোরকে খুন করে দেহটি স্টিম ঘরে লোপাটের চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। পূর্ব বর্ধমানের কালনার রংপাড়ার ঘটনা। মৃতের নাম রকি হালদার। রকির বন্ধুরাই তাকে খুন করেছে বলে দাবি পরিবারের। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কে বা কারা ওই কিশোরকে খুন করল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
কালনার ধর্মডাঙা গ্রামের বাসিন্দা রকি। গত দু’মাস ধরে রকি তার মায়ের সঙ্গে ধান সেদ্ধর স্টিম ঘরের কাজে যোগ দিয়েছিল। রবিবার সন্ধ্যায় মা রিনা হালদার ফিরে এলেও ফেরেনি রকি। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও ছেলে বাড়ি না ফেরায় মা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। বারবার ফোন করেন ছেলেকে। কিন্তু ছেলে ফোন না ধরায় চিন্তা বাড়তে থাকে। সোমবার সকালে ছেলেকে খুঁজতে কাজের জায়গা সেই স্টিম ঘরেই যান রিনা। সেখানে এক কোণে বস্তার ভেতরে রকির দেহ দেখতে পান তিনি। তাঁর চিৎকার শুনে আসেন সহকর্মীরা। খবর যায় কালনা থানায়। জেলা পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন, কিশোরের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।