উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়ের জন্যই শেষবার বাড়ি ফিরেছিলেন তিনি। সানাইয়ের রেশ বোধহয় এখনও রয়ে গেছে গোটা এলাকাজুড়ে। তারই মধ্যে বিষাদের সুর। দার্জিলিংয়ে ফিরছে কাশ্মীরে শহিদ জওয়ানের দেহ। বিয়ে সেরে, নতুন বউকে বাড়িতে রেখে গত ১৪ এপ্রিল কাজে যোগ দিয়েছিলেন বাংলার তরুণ সিদ্ধার্থ ছেত্রী। তারপর আর সুস্থ মতো বাড়ি ফেরা হল না তাঁর। বরং নববিবাহিতার কাছে ফিরছে তাঁর স্বামীর নিথর দেহ।
প্রসঙ্গত, শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযানে নেমে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৫ সেনার। সেনা সূত্রে খবর, জঙ্গিদের কয়েকটি গোষ্ঠী ছোট ছোট দলে ভাগ হয়ে কান্দি জঙ্গলে আশ্রয় নিয়েছে। এই খবর পেয়ে সেখানে সন্ত্রাসদমনে অভিযান চালানো হচ্ছিল। সেইসময় জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই বিস্ফোরণেই মৃত্যু হয় তাঁদের। শহিদদের মধ্যে একজন দার্জিলিংয়ের পালবাজার ব্লকের নয়া নুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।