কুমারগঞ্জ: হোলির আনন্দ উৎসবের মাঝেই শনিবার দুপুরে বটুন মধ্যপাড়ায় এক অজ্ঞাত পরিচয় তরুণের মরদেহ ভেসে উঠল পুকুরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোলির দিন হওয়ায় গোটা এলাকা রঙ খেলায় ব্যস্ত ছিল। দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তাঘাটও ছিল কার্যত ফাঁকা। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, পুকুরের জলে একটি দেহ ভেসে উঠেছে। মৃতদেহটির গায়ে কোনও পোশাক ছিল না বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও পর্যন্ত মৃত তরুণের পরিচয় জানা যায়নি।
এটি আত্মহত্যা, হত্যা নাকি মাদকাসক্ত অবস্থায় দুর্ঘটনাবশত পুকুরে পড়ে যাওয়ার ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে বলেই জানিয়েছে পতিরাম থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।