উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭৪ মানুষ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে আরও একটি বোয়িং ড্রিমলাইনার বিমানের। কোনওভাবেই যেন বিপদ পিছু ছাড়ছে না আমেরিকায় তৈরি এই বিমানের। এবার মাঝ আকাশে অল্পের জন্য রক্ষা পেল বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। হায়দরাবাদগামী একটি ড্রিমলাইনারের বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় মাঝ আকাশ থেকে ফেরানো হল বিমানটিকে।
জানা গিয়েছে, রবিবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল লুফথান্সা সংস্থার বোয়িং ড্রিমলাইনার 787-9 বিমানটি। রবিবার উড়ানের পরই মাঝ আকাশে সেটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কোনওরকম ঝুঁকি না নিয়ে যাত্রীবাহী ওই বিমানটিকে ফের ফ্রাঙ্কফুর্টেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোর ৬টায় সেটি ল্যান্ড করার কথা ছিল হায়দরাবাদে।
তবে ফ্লাইট বাতিল হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দিল্লির রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) একটি বার্তা পায় যে বিমানটি জার্মানি থেকে টেক অফ করার পরও ফের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ড্রিমলাইনারের ফ্লাইটটিকে। flightaware.com জানিয়েছে, বিমানটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।