ফুলবাড়িঃ সোমবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে না বোল্ডার বোঝাই ভুটানের ট্রাক। এমনই হুঁশিয়ারি দিয়েছে বোল্ডার ব্যবসার সঙ্গে যুক্ত ভারতের চারটি সংগঠন। রবিবার থেকেই তারা সীমান্তে আন্দোলন শুরু করেছেন। এদিন বাংলাদেশে গিয়েছে বোল্ডার বোঝাই ২০টি ভুটানের ট্রাক।
ভারতীয় এক্সপোর্টারদের কাছ থেকে বোল্ডার আমদানি একপ্রকার বন্ধ রেখেছে বাংলাদেশ। ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে বোল্ডার না নিয়ে ভুটান থেকে বোল্ডার আমদানি করছে বাংলাদেশ। ফলে ব্যাপক ক্ষতির মুখে ভারতের বোল্ডার রপ্তানিকারকরা। এই পরিস্থিতিতে ফুলবাড়ি স্থলবন্দরে আন্দোলন শুরু করেছে ফুলবাড়ি বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি এক্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি ড্রাইভার অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্যরা।
ইদের ছুটি কাটিয়ে এদিন সকাল ৮টায় বাংলাদেশ সীমান্ত খুলেছে। ভুটানের শতাধিক ট্রাক সীমান্তের রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও সেগুলির চাকা বাংলাদেশে যাওয়ার জন্য প্রথমের দিকে এগোয়নি। ফুলবাড়ি স্থলবন্দরের সামনে মঞ্চ বেঁধে সকাল থেকে ফুলবাড়ি বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি এক্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি ড্রাইভার অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের শতাধিক সদস্য বিক্ষোভ দেখাতে থাকেন।
ফুলবাড়ি বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহম্মদ শাহাজাহান বলেন, ‘এদিন কোনও ভুটানের ট্রাক আটকাইনি ঠিকই কিন্তু সোমবার থেকে একটিও চলতে দেব না। সেজন্য গ্রেপ্তার হতে হলেও রাজি আছি। আমাদের দাবি ভুটানের ট্রাক বোল্ডার নিয়ে এসে সীমান্ত এলাকায় ‘ডাম্প’ করবে। এরপর সেগুলি ভারতীয় ট্রাকে বাংলাদেশে নিয়ে যাব।’ শাহাজাহানের সংযোজন, ‘ভুটানের ট্রাক নিয়ন্ত্রণ করা জরুরী। নয়তো ভারতীয় বোল্ডার ব্যবসার সঙ্গে যুক্ত ট্রাক মালিক, চালক, এক্সপোর্টাদের ব্যবসা শেষ হয়ে যাবে। আমরা চাই ভুটানের ট্রাক যদি স্লটের মাধ্যমে বাংলাদেশে যায়, তবে তা দিনে ৫০টি ট্রাকের বেশী যাতে না হয়।’
বাংলাদেশের তরফে ভারতীয় বোল্ডার আমদানির ক্ষেত্রে ইচ্ছে মতো কর চাপানোর অভিযোগ তোলা হয়েছে। সেখানে ভুটান ট্রাকে বোল্ডার আমদানিতে সেভাবে কর চাপানো হয়নি বললেই চলে। ফুলবাড়ি এক্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জামির বাদশাহ বলেন, ‘বাংলাদেশ আমাদের থেকে বোল্ডার নিচ্ছে না। ভুটান থেকে বোল্ডার বোঝাই ট্রাক ওভারলোড করে ফুলবাড়িতে আসছে। ওভাললোড করতে ট্রাক মডিফিকেশন করে ডালা বড় করা হচ্ছে। যা বন্ধ করতে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দিয়ে লাভ হয়নি।’ জামিরের কথা, ‘ভুটানের ট্রাক নিয়ন্ত্রিত হলে বাংলাদেশ ভারত থেকে বোল্ডার আমদানিতে বাধ্য হবে। চ্যাংরাবান্ধা সীমান্ত কাছাকাছি হওয়া সত্ত্বেও ভুটানের ট্রাক ফুলবাড়ি সীমান্ত দিচ্ছে বাংলাদেশ যাচ্ছে। কেননা, দালালদের একাংশ ভুটানের ট্রাককে সুবিধা পাইতে দিতে পেছন থেকে কাজ করছে।’