বালুরঘাট: ভোররাতে বোল্লা রক্ষাকালী (Bolla Kalipuja) মায়ের পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল মালদার (Malda) এক যুবকের। মৃতের নাম প্রসেনজিৎ মুন্ডা (২৪)। বাড়ি মালদা জেলার ইংরেজবাজার পুরসভার সুকান্তপল্লীতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট (Balurghat) ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের রাজুয়া এলাকায়। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ওই যুবক বন্ধুদের সঙ্গে মালদা থেকে বোল্লা রক্ষাকালী মায়ের পুজো দেখতে আসে। মালদা থেকে বাইক নিয়েই এসেছিল তারা। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা। সম্ভবত গতির কারণে দুর্ঘটনার শিকার হয় ওই যুবক। মৃত যুবকের বাড়িতে স্ত্রী ও পরিবার রয়েছে।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। নিয়ন্ত্রণ হারিয়েই বাইকটি রাস্তার পাশের গাছে ধাক্কা মারায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ (Police)। পাশাপাশি এদিন বিকেলে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।