উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের ২ নভেম্বর, এই তারিখটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কারণ এই তারিখেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার ওডিআই বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (ICC Women’s World Cup)। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নির্ভীক নেতৃত্বে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করেছে ভারত (India)। তাঁদের এই সাফল্যে বর্তমানে খুশিতে ভাসছে গোটা দেশ। এই প্রথম ভারতের মহিলা বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত বলিউড তারকারাও (Bollywood celebrities)। হরমনপ্রীতদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিততেই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জিতে গিয়েছি! বিশ্বজয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেটাররা। তোমরা আমাদের সকলকে গর্ব অনুভব করিয়েছ। অভিনন্দন।’ অভিষেক বচ্চনও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ইন্ডিয়া… বিশ্ব চ্যাম্পিয়ন। সাবাস মহিলারা।’
প্রিয়াংকা চোপড়াও (Priyanka Chopra) একটি আবেগঘন পোস্টে লেখেন, ‘আমি নীল পোশাক পরা নায়কদের দেখে বড় হয়েছি। কিন্তু আজ রাতে, তাঁদেরই মেয়েদের রূপে দেখলাম। বিশ্ব চ্যাম্পিয়ন। অভিনন্দন টিম ইন্ডিয়া।’
ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় সমর্থক হিসেবে পরিচিত অনুষ্কা শর্মাও হরমনপ্রীতদের কৃতিত্বের প্রশংসা করে লিখেছেন, ‘তোমরা চ্যাম্পিয়ন! কী দুর্দান্ত জয়!’ কিয়ারা আদভানিও একই অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘কী অসাধারণ মুহূর্ত, তোমরা ইতিহাস তৈরি করেছ! আমাদের নীল পোশাক পরা নারীদের অভিনন্দন।’
অভিনেতা অজয় দেবগনও দলের সাহস এবং দৃঢ় সংকল্পের প্রশংসা করে লেখেন, ‘এমন একটি রাত যা আমরা কখনও ভুলব না। ধন্যবাদ চ্যাম্পিয়নদের। এই দল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, সত্যিকারের সাহস এবং বিশ্বাস কী করতে পারে!’ সুনীল শেট্টিও উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘ঘাম। প্রাণশক্তি। দৃঢ়তা। নির্মল হৃদয়। আর এভাবেই ইতিহাস উজ্জ্বল হয়ে ওঠে! আমাদের নীল পোশাকের নারীরা গৌরবের পিছনে ছোটেননি, বরং অর্জন করেছেন। আজ প্রতিটা ছোট্ট মেয়ে বলছে আমরা বিশ্বজয়ী।’

