উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাতসকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে অর্জুনের ভাটপাড়ার বাড়িতে ইট-বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। বোমার সল্পিন্টারের আঘাত তাঁর গায়ে লেগেছে বলে দাবি প্রাক্তন সাংসদের। তাঁর অভিযোগ, তিনি বাড়ির ভিতরে ছিলেন। তাঁর নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। বিধায়ক বসেছিলেন। বিধায়কের উপরেও হামলা হয়। তাঁর পায়ে বোমার সল্পিন্টার লেগেছে বলে জানান।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে দাবি অর্জুনের। পুলিশের সামনেই ২৫টির বেশি বোমা মারা হয়েছে বলে অভিযোগ। অর্জুন জানান, স্থানীয় এক কাউন্সিলারের ছেলে এবং তাঁর সঙ্গে অন্তত ২০ জন মিলে এই হামলা চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।
২০২১ সালেও অর্জুনের বাড়িতে হামলা, বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ। বিজেপি নেতা অর্জুনের অভিযোগ ছিল, ভবানীপুরের উপনির্বাচনে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কারণেই ওই হামলা হয়েছিল। ওই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন নিজেই ওই ঘটনার কয়েক মাস পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু এবার লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপিতে ফিরে যান তিনি। যদিও বিজেপির টিকেটে দাঁড়িয়েও জিততে পারেননি তিনি।