হেমতাবাদ: বোমা ফেটে জখম হলেন ৩ জন। শুক্রবার ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার বাহারইল গ্রামে।
জানা গিয়েছে, একটি পার্সেলে বোমা ছিল। পার্সেল ফেটে বোমা বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ। জখম ৩ জনকে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন : খবরের জের, সরকারি জমিতে বন্ধ বেআইনি নির্মাণ