Thursday, September 28, 2023
HomeBreaking Newsশৌচালয়ে বিকট শব্দ! বনগাঁয় বোমা বিস্ফোরণে মৃত্যু নাবালকের

শৌচালয়ে বিকট শব্দ! বনগাঁয় বোমা বিস্ফোরণে মৃত্যু নাবালকের

বনগাঁ: বনগাঁ: শৌচালয়ে বিকট শব্দ! ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল বনগাঁ। ঘটনায় মৃত্যু হয়েছে রাজু রায় নামে ১১ বছরের এক নাবালকের। তার বাড়ি সুভাষপল্লীতে।

ওই নাবালক একটি সাইকেলের দোকানে কাজ করত। সোমবার বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশের একটি শৌচালয়ে গিয়েছিল ওই নাবালক। সেইসময় ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে নাবালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা বোমা শৌচালয়ে লুকিয়ে রাখল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এদিকে এদিনই মুর্শিদাবাদে উদ্ধার হল ব্যাগভর্তি বোমা। সামশেরগঞ্জের হাউসনগর কিষাণ মাণ্ডির উলটোদিকে একটি আমবাগানে হানা দিয়ে পুলিশ ২টি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে।

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের একাধিক জায়গায় কোথাও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, আবার কোথাও উদ্ধার হচ্ছে ব্যাগ ভর্তি বোমা। কয়েকদিন আগে এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যে। বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। কিভাবে পুলিশের নজর এড়িয়ে ওই বেআইনি বাজি কারখনা চলছিল তা নিয়ে অনেকেই পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেন। এগরা থানার আইসিকেও বদলি করা হয়।

সেই রেশ কাটতে না কাটতেই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। কাশিয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ-আবুপাড়া গ্রামে পঞ্চায়েত সদস্য লাইলি বিবির বাড়িতে বিস্ফোরণ হয়। বোমা ফেটে জখম হন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ও নাতি। এরপর ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। সেখানেও বাজি কারখানায় জোরাল বিস্ফোরণ হয়। যার জেরে আগুন লাগে। আগুনে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। জখম হন বেশ কয়েকজন। সম্প্রতি উত্তরবঙ্গের চাঁচলে ২২টি তাজা বোমা উদ্ধার হয়। এবার ফের বোমা বিস্ফোরণে প্রাণ গেল নাবালকের। পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে এভাবে একের পর এক বিস্ফোরণের খবরে আলোড়ন পড়েছে রাজ্যজুড়ে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments