Breaking News

Bomb blast | ভোটের আগেই বিস্ফোরণ পাণ্ডুয়ায়! বোমা ফেটে মৃত্যু কিশোরের, জখম ২

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেকের সভার আগেই হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় গুরুতর জখম আরও দুই কিশোর। আহতদের একজনের হাত উড়ে গিয়েছে বলে খবর। আহতদের চিকিৎসা চলছে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।

সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পাণ্ডুয়ার নেতাজিপল্লি কলোনিতে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এলাকার পুকুর পাড়ে খেলছিল জনাকয়েক কিশোর। সেই সময় পুকুর পাড়ে পড়ে থাকা একটি গোলাকার বোমাকে বল ভেবে খেলতে গিয়েই বিপদ ঘটে। হাত থেকে পড়ে সেখানেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরের। ঘটনাস্থলে থাকা অপর দুই কিশোরের মধ্যে একজনের বিস্ফোরণের তীব্রতায় হাত উড়ে যায়। অপর কিশোরটিও গুরুতর জখম হয় বোমার আঘাতে।

এদিকে ভয়াবহ বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাত সকালে বিস্ফোরণের পরই পুকুর পাড়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে নিয়ে যায় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, জখম শিশুদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। পুকুর পাড়ে কে বা কারা বোমা রাখল, তার তদন্ত করে দেখছে হুগলি গ্রামীণ পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

আগামী ২০ মে হুগলিতে লোকসভা নির্বাচন। আর আজ লোকসভা নির্বাচনের প্রচারে পাণ্ডুয়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধায়। তৃণমূল নেতার পাণ্ডুয়া সফরের আগে এই বিস্ফোরণের ঘটনায় অস্বস্তিতে পড়ে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিনের মর্মান্তিক ঘটনা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘লোকসভা ভোটের আগে তৃণমূলের দৌলতে গোটা বাংলাই বারুদের স্তুপের ওপরে দাঁড়িয়ে। আজ আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে তাঁর দলের দাগি আসামীরা স্বাগত জানিয়েছে বিস্ফোরণে কিশোরের মর্মান্তিক মৃত্যু দিয়ে। কে কত বড় দাগি আসামী তাঁর প্রমান দিতে উঠে পড়ে লেগেছে তৃণমূলের কর্মীরা। এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করছি’।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Elephant Attack | হাতির হানায় ভাঙল দোকান ঘর, ক্ষতিগ্রস্ত ফসল

ফালাকাটা: হাতির হামলায়(Elephant Attack) ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার(Falakata) বংশীধরপুর, রাইচেঙ্গা ও কালীপুর গ্রামে। শনিবার রাতে…

41 mins ago

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ…

42 mins ago

নতুন মডেল

  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন।…

2 hours ago

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী…

2 hours ago

সবার দায় আর নেওয়া নয়

  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে,…

2 hours ago

Terror Attack | ফের রক্তাক্ত ভূস্বর্গ! জোড়া জঙ্গি হামলায় মৃত ১, আহত পর্যটক দম্পতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখেই ফের রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার কাশ্মীরে (Kashmir) জোড়া হামলা চালায়…

2 hours ago

This website uses cookies.