গাজোল: প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুরের ধার থেকে উদ্ধার বোমা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে মালদার গাজোলের বাবুপুর এলাকায়। জানা গিয়েছে, এলাকার বেশ কিছু নাবালক পুকুরে মাছ ধরতে যাওয়ার সময় বোমা ভর্তি একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। তারা বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল সহ অন্য পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসবে। এরপর বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা বোমাগুলি এলাকায় রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।