হরিশ্চন্দ্রপুর: শুক্রবার গভীর রাতে ৩টি তাজা বোমা উদ্ধার হল হরিশ্চন্দ্রপুরে। ইটভাটা সংলগ্ন ধানখেত থেকে তাজা বোমাগুলি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। এদিন বম্ব স্কোয়াডের তরফে বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পেছনেই একটি ইটভাটা রয়েছে। সেই ইটভাটার পাশে একটি ধানের জমিতে গতকাল রাতে সুতলি বোমার মতো বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ এলাকায় পৌঁছে তিনটি বোমা দেখতে পান। তৎক্ষণাৎ বোমাগুলি মাটির তলায় পুঁতে দেওয়া হয়। এলাকায় মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী। পুলিশ জানিয়েছে, কে বা কারা ওই এলাকায় বোমা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।