উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিমানে বোমাতঙ্ক (Bomb Scare) ছড়ানোর ঘটনায় তদন্তে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, বোমাতঙ্ক ছড়াতে যে ভুয়ো ফোন ব্যবহার করা হচ্ছে সেগুলির নেপথ্যে ভিপিএন (VPN)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভুয়ো ফোনের নেপথ্যে যে আইপি অ্যাড্রেসগুলো পাওয়া গিয়েছে সেগুলি লন্ডন (London) এবং জার্মানির (Germany)। সেদেশের ভিপিএন ব্যবহার করা হয়েছে বলে ভুয়ো ফোনের লোকেশন চিহ্নিত করা কঠিন হচ্ছে।
বিমানে বোমাতঙ্ক প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে একাধিক উড়ানে বোমাতঙ্ক ছড়িয়েছে। বারবার ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। তদন্তকারীদের মতে, বোমাতঙ্ক ছড়ানোর উড়ো ফোন যারা করছে, তারা ভিপিএন ব্যবহার করছে। তার ফলে ওই ফোনগুলোকে ট্র্যাক করা যাচ্ছে না। আইপি অ্যাড্রেসগুলো লন্ডন বা জার্মানির মতো লোকেশন দেখাচ্ছে।
জানা গিয়েছে, বোমাতঙ্কের সমাধান খুঁজতে বৈঠকে বসেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বেশ কয়েকটি নতুন নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্র।