উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)! এনিয়ে শোরগোল পড়ে যায় বেঙ্গালুরু বিমানবন্দরে।
উত্তর-পূর্ব বেঙ্গালুরু পুলিশের ডিসিপি সজিত ভিজে জানান, সোমবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Kempegowda International Airport) এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। উড়ান সংস্থাকে ইমেল মারফত ওই হুমকি পাঠানো হয়েছিল। এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। যদিও শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। এদিকে উড়ানে দেরি হওয়ায় দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। কে বা কারা ওই ভুয়ো হুমকি পাঠিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।