পারথ: সরফরাজ খানের পর লোকেশ রাহুল ও বিরাট কোহলি। পারথের ওয়াকা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচের শুরুতেই বিপত্তি। গতকালের অনুশীলনের সময় নেটে আচমকা লাফিয়ে ওঠা বলে কনুইয়ে চোট পেয়েছিলেন সরফরাজ। পরে তাঁকে আর ব্যাট করতে দেখা যায়নি।
আজ টিম ইন্ডিয়ার ম্যাচ সিমুলেশনের আসরে রাহুল-বিরাটের চোট নিয়ে হুলুস্থুলু হয়ে গেল। ব্যাটিংয়ের সময় সতীর্থ প্রসিধ কৃষ্ণার লাফিয়ে ওঠা শট বল রাহুলের কনুইয়ে লাগে। প্রবল যন্ত্রণা নিয়ে মাঠ থেকে ব্যাট বগলে বেরিয়ে যান লোকেশ। টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের মুখ আরও গম্ভীর হয়ে যায়। দ্রুত ফিজিও রাহুলের জল্পনা শুরু করেন। পরে তাঁকে আর ব্যাট করতে দেখা যায়নি। এমনকি রাহুলকে মাঠেও দেখা যায়নি আর।
বিরাটের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। গতকাল সরফরাজের চোটের সময় পাশের নেটেই ছিলেন তিনি। সূত্রের খবর, আচমকা তিনি নেট থেকে বেরিয়ে যান। অস্ট্রেলিয়ার বিখ্যাত দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড আজ দাবি করেছে, গতকাল পারথের সময় রাতের দিকে কোহলিকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর স্ক্যান হয়েছে। বিরাটের শরীরের কোন অংশে স্ক্যান হয়েছে, স্পষ্ট নয়। আজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বিরাটের চোট জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আজ ম্যাচ সিমুলেশনের দুই অর্ধেই ব্যাটিং করেছেন কোহলি। বড় রান না পেলেও তাঁকে অনেকটাই সাবলীলভাবে নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অজি সংবাদমাধ্যমে টিম ইন্ডিয়ার দুই ব্যাটারকে নিয়ে নানা অস্বস্তিকর প্রতিবেদন সামনে আসার পর আজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। ভারতীয় দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাহুল-বিরাটের চোট গুরুতর কিছু নয়। আগামীদিনে মাঠে নামতে সমস্যা হওয়ার কথা নয়।
টিম ইন্ডিয়ার ম্যাচ সিমুলেশনের আসরে শুধু কোহলি-রাহুলের চোট নিয়ে জল্পনা তৈরি হয়েছে, এমন নয়। ঋষভ পন্থ, শুভমান গিলরাও পারথের ওয়াকার মাঠে বারবার সমস্যায় পড়েছেন আজ। পারথের বাইশ গজের গতি, বাউন্স বারবার সমস্যায় ফেলেছে তাঁদের। যশস্বী জয়সওয়াল ব্যাট হাতে অনুশীলন ম্যাচের আসরে দারুণ শুরু করেছিলেন। কিন্তু বড় ইনিংস খেলতে তিনিও ব্যর্থ হয়েছেন। তবে পারথের মেঘলা আকাশের পাশে পিচের বাড়তি বাউন্স ব্যাটারদের সমস্যায় ফেলবে, সেটাই স্বাভাবিক। বাস্তবে সেটাই হয়েছে। কোহলি অনুশীলন ম্যাচের আসরে খুব একটা স্বস্তিতে ছিলেন না। মুকেশ কুমারের বলে তিনি স্লিপে খোঁচা দিয়ে আউট হন। দিনের দ্বিতীয় অর্ধে ফের বিরাট যখন ব্যাট করতে নামেন, তখন তাঁকে অনেক বেশি ছন্দে দেখিয়েছে আজ।
ভারতীয় ক্রিকেট সংসারের একটি বিশেষ সূত্রের দাবি, রাহুলকে নিয়ে সমস্যা বাড়ছে। এমনিতেই ব্যাটে রান নেই লোকেশের। উপরি হিসেবে অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথের অপটাস স্টেডিয়ামে যশস্বীর সঙ্গে ইনিংস ওপেন করার চ্যালেঞ্জ। তার মধ্যেই আজ প্রসিধের ডেলিভারিতে তাঁর চোট রাহুলের মিশন অস্ট্রেলিয়ার ভাগ্যাকাশে মেঘের আনাগোনা বাড়িয়ে দিয়েছে। বরং দিনের শুরুতে ব্যাটিংয়ের সময় রান না পেলেও পরের অর্ধে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন শুভমান। ধ্রুব জুরেলও রান করেছেন টিম ইন্ডিয়ার ম্যাচ সিমুলেশনে। মেলবোর্নে বেসরকারি টেস্টের পর অনুশীলন ম্যাচের আসরেও জুরেল রান পাওয়ায় মনে করা হচ্ছে, ২২ নভেম্বর থেকে অপটাস স্টেডিয়ামে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টে তিনি খেলবেন।
জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের বোলিংয়ে ছন্দ দেখা গিয়েছে ওয়াকা স্টেডিয়ামে। কিন্তু ব্যাটারদের ফর্ম ও নিয়মিত চোট পাওয়ার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় দলের অন্দরে। কোচ গৌতমের মুখটাও ক্রমশ গম্ভীর হচ্ছে।