বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

Recipe | ইলিশের একই রেসিপি খেয়ে একঘেয়েমি! পাতে ঠাঁই পাক অন্যকিছু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষা মানেই ইলিশের মরসুম। ভাজা থেকে ভাপা,পাতুরি থেকে ঝোল  ইলিশের হরেক পদ একেক দিন ঠাঁই পায় পাতে। প্রতিবার একই রেসিপি খেয়ে একঘেয়েমি ধরলে এবার জেনে নিন ইলিশের একটু অন্যরকম রেসিপি।

১) কাশ্মীরি ইলিশ

উপকরণ-
৪ টে ইলিশ মাছের টুকরো, ১ চামচ পোস্ত বাটা, ১ বড় চামচ কাশ্মীরি লংকা বাটা, নুন-চিনি (আন্দাজমতো), জিরে গুঁড়ো, হলুদ, সর্ষের তেল।

প্রণালী- একটি বড় কড়াইয়ে তেল গরম করুন। তারপর তেলের মধ্যে নুন, হলুদ মাখানো ইলিশের টুকরো ভাল করে সাঁতলে নিন। সাঁতলে নেওয়া মাছ তুলে নিয়ে সেই কড়াইয়েই কাশ্মীরি লংকা বাটা, জিরে গুঁড়ো দিয়ে ভাল নেড়ে নিন। কিছুক্ষণ কষতে দিন। কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে আন্দাজমতো নুন ও চিনি মিশিয়ে মাছটা ভাল করে ফুটতে দিন। মিনিট সাতেক পর নামিয়ে নিন। চাইলে কাঁচালংকাও দিতে পারেন। তৈরি আপনার কাশ্মীরি ইলিশ। গরম গরম ভাতে দারুণ লাগবে এই ইলিশের রেসিপি।

২) আম-কাসুন্দি ইলিশ

উপকরণ: ইলিশ মাছ, সাদা সরষে বাটা, কালো সরষে বাটা, সরষের তেল, কাঁচা আম বাটা, কালো জিরে, শুকনো লংকা, নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা।

প্রণালী: মাছগুলো প্রথমে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন। তেল গরম করে হালকা ভেজে নিন। সেই তেলেই এবার কালো জিরে, শুকনো লংকা ফোড়ন দিয়ে তাতে কাঁচা আম বাটা দিন। নুন, হলুদ, চিনি দিয়ে কষান। তেল ছাড়লে ১ কাপ জল দিন। এবার দু’রকম সরষে বাটা দিয়ে ফুটতে দিন। তাতে চেরা কাঁচা লংকা দিন। ফুটে হালকা জল কমলে তাতে ইলিশ মাছের পিসগুলো দিয়ে ঢেকে দিন। আঁচ কম রাখুন। নামানোর আগে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে ফের ঢাকনা বন্ধু রাখুন। ব্যস, তৈরি আম-কাসুন্দি ইলিশ। গরম ভাতের সঙ্গে দিব্যি জমে যাবে বর্ষার মধ্যাহ্নভোজ।

 

৩) ইলিশের টক-ঝাল

উপকরণ: পেটে ডিম ওয়ালা ইলিশ মাছ, কালো জিরে, শুকনো লংকা, নুন, হলুদ (অল্প), চিনি, ভিনিগার, লংকার গুঁড়ো, কাঁচা লংকা, সরষের তেল।

প্রণালী: প্রথমে ইলিশগুলো হালকা নুন-হলুদ ভেজে তুলুন। ওই তেলেই এবার কালোজিরে, শুকনো লংকা ফোড়ন দিয়ে নুন-চিন পরিমাণমতো দিন। আঁচ কমিয়ে রাখুন। এবার তাতে ভিনিগার দিন। কাত্থ মতো হয়ে এলে ভাজা ইলিশগুলো দিন। ঝোল হবে না। অল্প গ্রেভি রেখে তুলে নিন। কাত্থ গাঢ় করতে হলে অল্প ময়দা গুলে দিতে পারেন। তবে এই রান্নায় ভিনিগারের পরিমাণটা ঠিক রাখতে হবে। দিব্যি জমবে গরম ভাতে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Recipe | গরম চায়ের সঙ্গে ‘টা’ চাই! বানিয়ে নিন চটজলদি স্ন্যাক্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষা মানেই চায়ের সঙ্গে টা-টা...

Tips | ফ্রিজের মাথায় জিনিসপত্র রেখে দেন? তবে ভুলেও রাখবেন না এগুলি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফ্রিজের মাথায় অনেকেই জিনিসপত্র রেখে...

Tips | বর্ষায় ছত্রাক ধরছে কাঠের আসবাবে? রইল পরিষ্কারের কিছু টিপস…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাঠের আসবাব প্রায় বেশিরভাগ বাড়িতেই...

Recipe | ছুটির দিনে পাতে পড়ুক কাঁঠাল বীজের লটে শুঁটকি, রইল প্রণালী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কড়া গন্ধের কারণে শুঁটকি মাছ...