উত্তরবঙ্গ

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মিটল সমস্যা, কাঁচা পাতা কেনা শুরু করল বটলিফ ফ্যাক্টরি

নাগরাকাটা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বৃহস্পতিবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে সমস্যা সমাধানের কথা বলা হয়। সেই মোতাবেক শুক্রবার থেকে ফের ক্ষুদ্র চা চাষিদের কাঁচা পাতা কেনা শুরু করল উত্তরবঙ্গের বটলিফ ফ্যাক্টরিগুলি। এতে সন্তুষ্ট ক্ষুদ্র চা চাষ অধ্যুষিত উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের চাষিরা। স্বস্তির আবহ উত্তরবঙ্গের চা শিল্পেও।

এর আগে কাঁচা পাতা বিক্রির সময় ক্ষুদ্র চা চাষিদের কাছ থেকে নিষিদ্ধ রাসায়নিক বা কীটনাশক নেই এই মর্মে স্বীকৃত ল্যাবরেটরির শংসাপত্র প্রদান বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছিল বটলিফ ফ্যাক্টরিগুলি। শংসাপত্র না দিতে পারায় ১ এপ্রিল থেকে ওই ফ্যাক্টরিগুলি কাঁচা পাতা কেনা বন্ধও করে দেয়। রুটি রুজি হারানোর আশঙ্কায় এর জেরে আন্দোলনের প্রস্তুতি শুরু করে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি, নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন, আইটিপিএ-র স্মল অ্যান্ড নিউ গার্ডেন ফোরাম, উত্তরবঙ্গ ক্ষুদ্র ও প্রান্তিক চা চাষি সমিতি, উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েন, চোপড়া স্মল টি প্ল্যান্টার্স সোসাইটি, উত্তরবঙ্গ ক্ষুদ্র চা চাষি ওয়েলফেয়ার সমিতির মত উত্তরের ক্ষুদ্র চা চাষিদের ৭টি জোটবদ্ধ সংগঠন। ৫০ হাজার ক্ষুদ্র চা চাষির বাগান হাজার তিনেক নতুন এবং প্রজেক্ট চা বাগানগুলিও সংকটের মুখে পড়ে। সব মিলিয়ে ওই সমস্ত বাগানের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল ১০ লক্ষ শ্রমিক ঘোর বিপাকে পড়েন। এরপরই মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে বটলিফ ফ্যাক্টরিগুলিকে বিষয়টি দেখার অনুরোধ জানান। প্রশাসনের কাছেও আর্জি জানান দ্রুত সমাধানসূত্র খুঁজে বের করার জন্য। এরপরই বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিনের কার্যালয়ে সব পক্ষকে নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ক্ষুদ্র চা চাষি ও বটলিফ ফ্যাক্টরিগুলির প্রতিনিধিরা ছাড়াও অনলাইনে যোগ দেন টি বোর্ড, স্বাস্থ্য দপ্তর ও রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা। সেখানে ঠিক হয় যে পদ্ধতিতে কাঁচা পাতা কেনা বেচা চলছে তা অক্ষুণ্ণ থাকবে।

বটলিফ ফ্যাক্টরিগুলির সংগঠন নর্থ বেঙ্গল টি প্রোডিউসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাসায়নিক নিয়ে সরকারি গাইডলাইন অনুসারেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন। সমস্যার যাতে সমাধান হয় সেটাও মনেপ্রাণে তাঁরাও চাইছিলেন। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তীর কথায়, ‘শিল্প বাণিজ্য মন্ত্রকের সিদ্ধান্ত অনুসারে এফএসএসএআই এর গাইডলাইন অনুযায়ী নিষিদ্ধ রাসায়নিক বর্জিত কাঁচা পাতা উৎপাদনে আমরা বদ্ধপরিকর। তবে এরজন্য চাষিদের আরও সচেতন করার প্রয়োজন রয়েছে।‘

নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ভরত জয়সওয়াল বলেন, প্র’শাসনের কাছে আমরা দুই বছর সময় প্রার্থনা করেছি। সব পক্ষ মিলে একসঙ্গে কাজ করলে স্বাস্থ্য বান্ধব চা তৈরির পথ যে সুগম হবে তা নিয়ে কোনও সংশয় নেই।‘

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Abhishek Banerjee | উদ্ধবের বাসভবনে ৩ ঘন্টা বৈঠক অভিষেকের, কথা ‘ইন্ডিয়া’ জোট নিয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গতকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পর আলাদা ভাবে একাধিক জোট শরিকের…

5 hours ago

Aam admi party | ইন্ডিয়া জোটে বড় ধাক্কা! দিল্লিতে ‘হাত’ ছাড়ার সিদ্ধান্ত আম আদমি পার্টির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটপর্ব সদ্য মিটেছে। এখনও সরকার গঠন হয়নি। কিন্তু তার মধ্যেই ভাঙনের…

5 hours ago

Sunil Chhetri | দেশের হয়ে শেষ ম্যাচ খেললেন সুনীল, কুয়েতের বিরুদ্ধে ড্র করে চাপে ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জীবনের শেষ ম্যাচের ফল খুব একটা গৌরবজনক হলনা সুনীল ছেত্রীর (Sunil…

6 hours ago

Chopra | ভোট মিটতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চোপড়া, দু’পক্ষের জখম ৭

চোপড়া: ভোট মিটতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে (TMC-BJP Clash) জখম হলেন উভয়পক্ষের ৭ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে…

6 hours ago

Malda | বাল্যবিবাহের বলি! মালদায় গর্ভস্থ সন্তান সহ মৃত্যু তরুণীর

মালদা: প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরুণী। তড়িঘড়ি চিকিৎসকের…

6 hours ago

Nagrakata News | বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েই বিপত্তি! তলিয়ে নিখোঁজ স্কুল ছাত্র

নাগরাকাটা: জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের (পিএইচই) জল প্রকল্পের জন্য খোঁড়া ২৪ ফুট গভীর পুকুরে স্নান করতে…

7 hours ago

This website uses cookies.