মালদা: বয়স মাত্র পাঁচ বছর। এই বয়সে ঝড়ের গতিতে ৫০টি কবিতা একসঙ্গে মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল মালদার খুদে। মাত্র আট মিনিটের কিছু বেশি সময়ে ৫০টি কবিতার কবির নাম সহ মুখস্থ বলেছে মাহফুজ রহমান। বাংলা কবিতা এর আগে এত অল্প সময়ে মুখস্থ বলার রেকর্ড নেই। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের তরফে সার্টিফিকেট ও মেডেল দেওয়া হয়েছে মাহফুজকে।
মালদা কলেজের অধ্যাপক মসফুদার রহমানের একমাত্র ছেলে মাহফুজ রহমান। বাড়ি মালদহ শহর সংলগ্ন বাগবাড়ি রাজনগর এলাকায়। মা তাহসিনা আফরীন গৃহবধূ। মাহফুজের বয়স পাঁচ বছর সাত মাস। মালদা শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আপার কেজিতে পড়াশোনা করে সে। বাড়িতে তাঁকে বাংলা গল্প ও কবিতা পড়ানো হয়। সম্প্রতি কবিতা পাঠের একটি প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জন্য। সেখানে তার বিভাগে একনাগারে ৫০টি কবিতা কবির নাম সহ মুখস্ত বলে তাক লাগিয়ে দেয় মাহফুজ। মাত্র ৮ মিনিট ৭ সেকেন্ডে ৫০টি কবিতা কবির নাম সহ মুখস্ত বলে রেকর্ড গড়ে সে।