কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পাঠ্যপুস্তকে আনা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। এই নিয়ে সিলেবাস কমিটিকে পর্যালোচনার নির্দেশও দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নেতাজিকে নিয়ে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বাতিল করায় বিতর্ক যখন তুঙ্গে, তখন শিক্ষামন্ত্রীর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।
ব্রাত্য বসু বলেন, ১৯৪৩ সালে নেতাজি দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। মনে রাখতে হবে, সেই সময় পরাধীন অখণ্ড ভারতবর্ষ ছিল। উপনিবেশকালে তিনি এটি করেছিলেন এবং নিজের ক্যাবিনেট গঠন করেছিলেন। এটি সিলেবাসে যাওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক বা সময়কালীন অভিঘাত আছে কিনা, তা দেখার জন্য আমরা সিলেবাস কমিটিকে বলব। এদিন ব্রাত্য যখন ওই ঘোষণা করেন, তখন সিলেবাস কমিটির চেয়ারম্যানও সেখানে ছিলেন। তাঁর উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস কমিটির চেয়ারম্যানকে বলব বিষয়টি খতিয়ে দেখে আমাদের জানাতে।