ডিজিটাল ডেস্ক: সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রস্তাব দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, পরাধীন ভারতে স্বাধীন সরকার গড়ার কাজ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং এই বিষয়টি সিলেবাসে নিয়ে আসার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার সেই প্রস্তাব নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কার্যত জানা গেছে, শুক্রবার সিলেবাস কমিটির চেয়ারম্যান এবং শিক্ষা দপ্তরের অন্যান্য অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীন ভারত গড়ার স্বপ্নকে পাঠ্যক্রমে ঢোকানো যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি স্কুল খোলার ব্যাপারেও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন শিক্ষামন্ত্রী বলে খবর। আপাতত সুভাষচন্দ্র বসুর স্বাধীন ভারত গড়ার স্বপ্ন কিভাবে রাজ্যের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়, সেদিকে নজর থাকছে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন : রামকৃষ্ণ মিশনের রাঁধুনির রহস্যমৃত্যু, গ্রেপ্তার মহারাজ