ডিজিটাল ডেস্কঃ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুকুটে আবার একটি নতুন পালক। সম্প্রতি সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার পেয়েছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী তাঁর লেখা নাটক ‘মিরজাফর ও নাটক’। আর এবার ব্রাত্য বসুকে এবছর পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাদেমির চেয়ারম্যান নিযুক্ত করা হল। পাশাপাশি আরও ১৩ জন সদস্যকে নিয়ে এই বাংলা অ্যাকাডেমি গঠিত হয়েছে। যে ১৩ জন সদস্য বাংলা অ্যাকাডেমিতে জায়গা পেলেন, তাঁরা হলেন- ব্রাত্য বসু ছাড়া আমন্ত্রিত সদস্যদের মধ্যে জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অর্পিতা ঘোষ, অভিক মজুমদার, প্রসূন ভৌমিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়। একইসাথে সরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন উচ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিব, অর্থ দপ্তরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির সচিব। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বাংলা অ্যাকাডেমীর চেয়ারপার্সন করা সাহিত্যজগতে অন্যতম বড় খবর।
স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রী, বিল পাশ বিধানসভায়
কলকাতা: রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার এই মর্মে বিল পাশ হয়েছে বিধানসভায়। এর প্রতিবাদ জানিয়েছে বিজেপি। স্বাস্থ্য...
Read more