উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নেটফ্লিক্সের বিখ্যাত ওয়েব সিরিজ ‘ব্রেকিং ব্যাড’(Breaking Bad) হয়তো অনেকেই দেখেছেন। সেই সিরিজে মুখ্য চরিত্র ওয়াল্টার হোয়াইট(Walter White) যে বাড়িতে বাস করতেন, বাস্তবেই বিক্রি হতে চলেছে সেই বাড়িটি। নিউ মেক্সিকোর আলবুকার্ক(Albuquerque) এলাকায় অবস্থিত এই বাড়িটির দাম রাখা হয়েছে ৪ মিলিয়ন ডলার। এই এলাকায় অবস্থিত অন্যান্য বাড়িগুলির তুলনায় এই বাড়িটির দাম প্রায় ১০ গুন বেশি রাখা হয়েছে বলে জানা গিয়েছে। দামের নিরিখে ‘আকাশছোঁয়া বাড়ি’ই বটে!
একতলা এই বাড়িটিতে রয়েছে ৪ টি বেডরুম,২ টি বাথরুম এবং একটি পুল। অনুরাগীদের এই সিরিজের বিভিন্ন বিখ্যাত দৃশ্য মনে করিয়ে দেয় এই জায়গা। জনৈক এক আমেরিকান রিয়াল এস্টেট কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, এই একই এলাকার অন্যান্য বাড়িগুলির দাম প্রায় ৪ লক্ষ ডলারের আশেপাশে রয়েছে।
এই বাড়ির মালিক জোয়ান কুইন্টানা জানিয়েছেন, এই সিরিজটির দরুন বিখ্যাত হয়ে ওঠা এই বাড়িটিতে মাঝেমধ্যেই ঢুঁ মারতেন বিভিন্ন অনুগামীরা। আর এই ফ্যানদের দাপটে তাঁদের প্রাত্যহিক জীবন ব্যাতিব্যাস্ত হয়ে উঠছিল বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, “১৯৭৩ সাল থেকে প্রায় ৫২ বছর ধরে এটি আমাদের বাড়ি।সেই স্মৃতিটুকু নিয়েই আমরা চলে যাচ্ছি এখান থেকে।”
যেই ব্যাক্তি এই বাড়িটি কিনবেন তিনি এটিকে একটি মিউজিয়ামেও রুপান্তরিত করতে পারেন বলে আশা প্রকাশ করেছেন জোয়ান। তবে এই বাড়িটির হবু মালিকের ‘ব্রেকিং ব্যাড’-এর প্রতি অগাধ ভালোবাসার পাশাপাশি বেশ ভালোরকমের ব্যাঙ্ক ব্যাল্যান্সটিও যে থাকতে হবে সে কথা বলাই বাহুল্য।