লন্ডন: ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় এবং কলকাতা নাইট রাইডার্সের বর্তমান প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম। এই ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আগামী মাস থেকেই তিনি কাজ শুরু করবেন। ম্যাকালাম কোচের দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ড টেস্ট দল ম্যাককালামের নিজের দেশ নিউজিল্যান্ড সফরে যাবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন ম্যাকালাম। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সের কোচ ছিলেন তিনি। তবে চলতি আইপিএল শেষের পরেই নাইট রাইডার্সের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।
আরও পড়ুন : IPL 2022: প্লে-অফের দৌড়ে আর নেই ধোনির সিএসকে