সামসী: হাজারও প্রতিশ্রুতির পরেও মহানন্দা নদীর ওপর চাতর ঘাটে পাকা সেতু নির্মিত হয়নি। রতুয়া-২ ব্লকের শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার এই চাতর ঘাটে নদী পারাপারে ভরসা ছোট্ট একটি নৌকায়। পাকা সেতু নির্মাণ না হওয়ায় ক্রমশ ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
এলাকার বাসিন্দা আব্দুল লাহিল মামুন জানান, নদীর ওপর পাকা সেতু(Bridge) না থাকায় ভীষণ সমস্যায় পড়েছেন বাসিন্দারা। এনিয়ে এলাকার তথা নদীর দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বাড়ছে। তাই বর্ষাকালে ছোট্ট একটি ডিঙি নৌকা ঘাট পারাপারে একমাত্র ভরসা। অতিরিক্ত যাত্রী বহন করার ফলে প্রায়ই নৌকাডুবির আশঙ্কাও থাকছে সর্বক্ষণ। প্রতিদিন নদীর পূর্ব পাড়ের গাজোল ব্লকের আলাল জিপির ঘুঘুটোলা, রাজারামচক, মহাকালবোনা, সুরমুনি ও বৈরগাছি জিপির কয়েকটি গ্রামের মানুষ নিত্য প্রয়োজনে হাট, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসায় যান। তাঁদের সমস্যায় পড়তে হয়। বাসিন্দাদের দাবি, ওই ঘাটে একটি পাকা সেতু নির্নাণ করা হোক। তবেই নদীর এপার-ওপার যাতায়াতে আর সমস্যা মিটে যাবে।
মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি বলেন, ‘চাতর ঘাটে একটি পাকা সেতু নির্মাণ হওয়া অবশ্যই দরকার। তবে অনেক টাকার ব্যাপার। নদীর ওপর পাকা সেতু নির্মাণের বিষয়টি রাজ্য সরকারকে জানানো হবে। প্রয়োজনে বিধানসভায় পাকা সেতু নির্মাণের বিষয়টি জানানো হবে।‘