উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’দিনের ভারত সফরে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Kieran Starmer)। বুধবার ভোরে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) নামেন তিনি। তাঁকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis), উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং অজিত পাওয়ার (Ajit Pawar)। ২০২৪ সালে স্টার্মার ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন। তাপর এটাই স্টার্মারের প্রথম ভারত সফর। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষকি বৈঠকের পাশাপাশি আরও কর্মসূচি রয়েছে তাঁর।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, এবার কী ব্রিটেনে ভারতীয়দের ভিসানীতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন স্টার্মার। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ভিসা চুক্তি নিয়ে এই সফরে কোনও কথা হবে না। তাঁর এই সফরের মূল উদ্দেশ্যই হল বাণিজ্য নিয়ে কথা বলা।
ভারত এবং ব্রিটেনের মধ্যে যে নতুন বাণিজ্যচুক্তি সই হয়েছে, তা কীভাবে অর্থনৈতিক লাভে পরিবর্তন করা সম্ভব হবে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে ওয়াশিংটন-নয়াদিল্লির কূটনৈতিক টানাপড়েনে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি এখনও ঝুলে রয়েছে। এমন অবস্থায় ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পরিস্থিতিতে স্টার্মারের ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার মুম্বইয়ে মোদির (MODI) সঙ্গে বৈঠক করবেন স্টার্মার। ওই বৈঠকের পরে মোদির সঙ্গে একটি আলোচনাচক্রেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিশেষজ্ঞ এবং উদ্যোগপতিদের সঙ্গে আলাপচারিতা করতে পারেন তিনি।
২৪ জুলাই লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে ওই বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছিলেন মোদি এবং স্টার্মার। এই চুক্তি কার্যকর হওয়ার পর ব্রিটেন থেকে আমদানিকৃত চিকিৎসা সরঞ্জাম, বিমান সরঞ্জাম, পানীয় (সফ্ট ড্রিঙ্কস), চকোলেট, প্রসাধনী সামগ্রী, বিস্কুট এবং স্যামন মাছ ভারতে আগের চেয়ে সস্তা হয়ে যাবে।
এই পণ্যগুলিতে এতদিন গড়ে ১৫ শতাংশ করে শুল্ক কার্যকর থাকত। মুক্ত বাণিজ্যচুক্তির ফলে তা কমে দাঁড়াবে তিন শতাংশে। বৈদ্যুতিক গাড়ির শুল্ক ১১০ শতাংশ থেকে মাত্র ১০ শতাংশে নেমে আসবে।

