কুমারগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তে ভাঙা হল কাঁটাতারের বেড়া। আর সেই ভাঙা অংশ দিয়ে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির ভারতে অনুপ্রবেশে এদিন উত্তেজনা ছড়ায় কুমারগঞ্জের কইতারা এলাকার ঘুন্সি বিওপি (বর্ডার আউট পোস্ট) অঞ্চলে।
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে সীমান্তের ওই অংশের বেড়া ভাঙা অবস্থায় দেখতে পান সীমান্তরক্ষী বাহিনী (BSF)। ভারতীয় অংশের সীমান্ত বেড়ার পাশাপাশি বাংলাদেশের দিকের বেড়ারও কিছু অংশ ভাঙা হয় বলে খবর পাওয়া গিয়েছে। আর এই ভাঙা অংশের ফাঁক গলেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বিএসএফের সদস্যরা তাদের দেখতে পাওয়া মাত্রই চ্যালেঞ্জ জানালে তারা দ্রুত কইতারা গ্রামের দিকে পালিয়ে যায়। বিএসএফ সূত্রের খবর, ঘন কুয়াশা এবং রাতের অন্ধকারের দরুন তাদের আটক করা সম্ভব হয়নি। অনুপ্রবেশকারীরা বাংলাদেশি নাকি ভারতীয়, সেই ব্যাপারেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনায় বিএসএফ-এর তরফে পতিরাম থানায় চারজন ভারতীয় সন্দেহভাজন—সৌমিক মন্ডল, আমজাদ মন্ডল, মিজানুর মন্ডল এবং তাফিজুল—এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।