খড়িবাড়ি: মাদক কিনতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি এলাকা থেকে এদের মাদক সহ গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ হানা দেয় নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি সংলগ্ন গৌরসিংজোতের একটি বাড়িতে। এই বাড়িতে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার চলছিল বলে খবর। পুলিশ সেখানে পৌছানো মাত্রই পালিয়ে যায় বাড়ির মালিক তথা মাদক ব্যবসায়ী। ব্রাউন সুগার কিনতে এসে পুলিশের হাতে ধরা পড়ে যায় দুই যুবক। এদের হেপাজত থেকে উদ্ধার হয় ৫৮ গ্রাম ব্রাউন সুগার। এরপরেই পুলিশ তল্লাশি চালায় বাড়িটিতে। উদ্ধার হয় মাদক বিক্রির নগদ ১লক্ষ ৭৪ হাজার টাকা।
মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে না পারলেও ক্রেতা দুই যুবককে ধরে নিয়ে আসে পুলিশ। ধৃতরা হলেন দার্জিলিংয়ের জোরবাংলোর বাসিন্দা অভিরুল সুবা এবং প্রজ্জ্বল রাই। পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবক ব্রাউন সুগার কিনতেই সেখানে গিয়েছিল। তাঁদের একটি বাইক বাজেয়াপ্ত করেছে খড়িবাড়ি থানার পুলিশ। সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে পলাতক মাদক ব্যবসায়ী খোঁজ শুরু করেছে পুলিশ।