Kaliachak | পুলিশি অভিযানে উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার! ধৃত ২

শেষ আপডেট:

কালিয়াচক: প্রায় কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রায়হান শেখ (২৮)ও মাঞ্জারুল আলি(১৮)। দুজনেরই বাড়ি কালিয়াচকের শাহবাজপুর পঞ্চায়েতের ছোট বাঁশতোলা এলাকায়।

এদিন গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ একটি অভিযান চলায় বালিয়াডাঙ্গা মোড় এলাকায়। পুলিশ জানতে পারে ব্রাউন সুগার নিয়ে দুইজন পাচারকারী বালিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে গাড়ি ধরে অন্য জায়গায় যাবার চেষ্টা করছে। সেই সময় আচমকা হানা দিয়ে দুইজনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য ১ কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। তারপরেই তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল? কোথায় পাচার করতে যাচ্ছিল? এই ব্রাউন সুগার পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে? এই সমস্ত দিক খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ।

তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ, এতদিন ধরে ব্রাউন সুগার উদ্ধার করা হচ্ছে। সেই সঙ্গেও গ্রেপ্তার করা হচ্ছে। তারপরেও ব্রাউন সুগারের কারবার কমছে না । বাসিন্দাদের প্রশ্ন, তাহলে কি মাদক চক্রের মূল পাণ্ডাদের গ্রেপ্তার করা হচ্ছে না?

এই প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের বক্তব্য, ‘লাগাতার ব্রাউন সুগার বিরোধী অভিযান চালানো হচ্ছে। ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’

More like this
Related

Bolder export | সোমবার থেকে ফুলবাড়ি দিয়ে বাংলাদেশে যাবে না ভুটানের ট্রাক, হুঁশিয়ারি ভারতীয় ব্যবসায়ীদের    

ফুলবাড়িঃ সোমবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে...

Heroin smuggling | শিলিগুড়ি হয়ে হেরোইন কারবার নেপাল-ভুটানে, নজরে পাব-বার

শিলিগুড়িঃ শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট করে হেরোইন যাচ্ছে ভুটান, নেপালেও!...

Darjeeling | বোর্ড পুনর্গঠন হয়নি, উন্নয়ন থমকে পাহাড়ে

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ২০১৪ সালে রাজ্য সরকার দার্জিলিং পাহাড়ে...