কুমারগঞ্জঃ কর্তব্যরত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠল কুমারগঞ্জের পুনতোড় এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পুনতোড় বাজার এলাকায় রফিকুল মন্ডল নামের ওই সিভিক ভলান্টিয়ার কর্মরত অবস্থায় ছিলেন। সেই সময়ে আনছার আলী মন্ডল, রশিদুর মন্ডল এবং জিয়ারুল মন্ডল নামের তিন ব্যক্তি তার উপর চড়াও হন বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্তরা রফিকুলকে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি মারতে শুরু করেন। লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়, যার ফলে তাঁর কান ফেটে রক্তপাত শুরু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বালুরঘাট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থাও যথেষ্ট সংকটজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে কুমারগঞ্জ থানায় পরিকল্পিত হামলা এবং প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন রফিকুলের দাদা অহিদুল মন্ডল। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।