উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিএসেএফের (BSF) ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রীয় বাহিনীকে দিলেন চরম হুঁশিয়ারি। বুধবার নেতাজী ইন্ডোরের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএসএফের বিরুদ্ধে তদন্ত করব।’
মুর্শিদাবাদ কাণ্ডে বিএসএফের উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক থেকে কার্যত সুর চড়িয়ে তিনি বলেন, ‘বিএসএফ গুলি চালিয়েছে। তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমি চিফ সেক্রেটারিকে বলবো বিএসএফ কেন গুলি চালিয়েছে তার তদন্ত করে রিপোর্ট দিতে।’
তাঁর আরও সংযোজন, ‘মুর্শিদাবাদের’ (Murshidabad Case) বহু মানুষ আমাকে জানিয়েছে, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকি। ভালোভাবে থাকি। অথচ এই অশান্তির মধ্যে বাইরে থেকে বিএসএফের মতো ড্রেস পরে চলে এসেছে কিছু মানুষ। তাঁদের গায়ে বিএসএফের ড্রেস থাকলেও পায়ে জুতো ছিল না। অনেকটা নন্দীগ্রামের মতো। আসল ঘটনা কি? তদন্ত করে দেখবো।’