রাজ্য

ব্যর্থ চিকিৎসা, না ফেরার দেশে সাহাপাড়ার ‘কালটু’

জামালদহ: সোমবার বিকেল চারটে। আর্থমুভার দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছে। গর্তের মধ্যে সমাধিস্থ করা হল কালটুকে। গায়ের রং কালো হওয়ায় জামালদহের সাহাপাড়ার বাসিন্দারা ষাঁড়টির নাম দিয়েছিলেন কালটু। রবিবার বিকেলে চিকিৎসক এবং এলাকাবাসীদের তিনদিনের চেষ্টা ব্যর্থ করে মারা গেল ষাঁড়টি।

চোখে জল ছিল সবারই। বছর তেরোর কানাইও বাদ যায়নি। জানা গেল, কানাইয়ের বাড়ির পাশে অসুস্থ ষাঁড়টির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কয়েকদিনের মধ্যেই অবলা প্রাণীটির সঙ্গে কানাইয়ের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কানাইয়ের মা লক্ষ্মী দে’র গলাতেও কষ্টের সুর। বললেন, ‘ছেলেটা রবিবার সারারাত জানলা খুলে বসেছিল। যাতে ওই অবলা প্রাণীর দেহ কোনও পশুতে খুবলে না খায়।’

গত শুক্রবার কালটুকে রাস্তার ধারের একটি জমিতে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন তার পেট ফুলে গিয়েছে। স্থানীয়রা প্রথমে এলাকার পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে কোনও লাভ হয়নি। এরপর তাঁরা যোগাযোগ করেন জামালদহের সমাজসেবী মৃন্ময় ঘোষের সঙ্গে। মৃন্ময় বিষয়টি মেখলিগঞ্জ মহকুমা শাসককে জানালে সেদিন বিকেলে কালটুর চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল কালটু। পাশেই বাড়ি কানাইদের। পরিবারের সবাই কালটুকে আগলে রাখেন। এগিয়ে আসেন দীনেশ বর্মন, মধু দাসরাও।

ফাঁকা জমিতে কালটুর জন্য তৈরি করা হয়েছিল অস্থায়ী ঘর। বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনির ব্যবস্থা করে দেন মৃন্ময়। রাতে পালা করে কালটুর দেখভাল করছিলেন সকলে। শনিবার অনেকটাই সুস্থ হয়ে ওঠে প্রাণীটি।

কিন্তু রবিবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পশু চিকিৎসকের মতে, বয়স এবং পেটে গ্যাস হওয়ার কারণে কালটুর মৃত্যু হয়েছে। কালটুকে সমাধিস্থ করার কথা ভাবলেও তার আয়তন এবং ওজন বেশি হওয়ায় সম্ভব হয়নি।

সারারাত তার দেহ আগলে বসেছিলেন স্থানীয়রা। এদিন সকালে  কালটুর দেহ সমাধিস্থ করার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য শিবম নন্দী জামালদহ বিট অফিসে যোগাযোগ করলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর বিকেলে শিবম নন্দী এবং মৃন্ময় ঘোষের সহায়তায় একটি আর্থমুভার দিয়ে কিছুটা দূরে কালটুকে সমাধিস্থ করা হয়। মৃন্ময় এরপর গেলেন পুরোহিতের সঙ্গে দেখা করতে। পাঁজি দেখে কালটুর শ্রাদ্ধের দিন ঠিক করা হবে। তখনও বাড়ির বারান্দায় বন্ধুর শোকে কাঁদছে কানাই।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

দুপুরের ভোজে ডিম-আলু দিয়ে বানাতে পারেন পাতুরি, জানুন রেসিপি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির হেঁশেলে সাধারণত ইলিশ, চিংড়ি, মুরগি বাঁ মাছের তেলের পাতুরি হয়ে…

7 mins ago

Fulbari | অফিস থেকে থেকে তথ্য লোপাটের অভিযোগ, শোরগোল পঞ্চায়েতে

শিলিগুড়ি: গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তথ্য লোপাটের অভিযোগ। অভিযোগের আঙুল ফুলবাড়ি-১ (Fulbari) গ্রাম পঞ্চায়েত সদ্য…

10 mins ago

WB Assembly | শপথ জট কাটাতে বিকল্প ভাবনা স্পিকারের, শুক্রে বিধানসভায় বিশেষ অধিবেশনের ডাক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য জয়ী দুই বিধায়কের শপথ জট কাটার সম্ভাবনা নিয়ে শুক্রবার বিধানসভায়…

21 mins ago

Narendra Modi বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গে বাসভবনে দেখা করলেন মোদি, জমল আড্ডা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী…

33 mins ago

Bihar | বিহারে সেতু বিপর্যয় অব্যাহত, গত ১৭ দিনে ভাঙল ১২টি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিহারে (Bihar) সেতু বিপর্যয় অব্যাহত। বৃহস্পতিবার বিহারের সারান জেলায়…

37 mins ago

Chanchal | অভিযোগ জানিয়েও পাকা হয়নি রাস্তা, হাঁটু সমান জল-কাদায় সমস্যায় এলাকাবাসী

সামসী: চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের চণ্ডিপুরঘাট থেকে জানিপুর পর্যন্ত ২ কিমি রাস্তা বেহাল। বর্তমানে…

44 mins ago

This website uses cookies.